ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সাইবার অপরাধীরা কেন নারীদের বেশি টার্গেট করে?

প্রকাশিত: ০৫:০১, ১৬ জুলাই ২০২৫

সাইবার অপরাধীরা কেন নারীদের বেশি টার্গেট করে?

ছ‌বি: প্রতীকী

সাইবার অপরাধ দিন দিন বেড়েই চলেছে। প্রযুক্তির সহজলভ্যতা যেমন আমাদের জীবনকে সহজ করেছে, তেমনি একদল অপরাধী এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষকে প্রতারিত করছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী সমাজ। কিন্তু প্রশ্ন হলো, কেন সাইবার অপরাধীরা নারীদেরই বেশি টার্গেট করে?

নারীরা সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি সক্রিয় থাকেন। তারা ছবি শেয়ার করেন, মতামত দেন, বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখেন। অনেক সময় ব্যক্তিগত তথ্য, ছবি বা অবস্থান জানিয়ে দেন খোলামেলাভাবে। এসব তথ্য অপরাধীরা নজরে রাখে এবং সুযোগ বুঝে ব্যবহার করে। নারীর ছবি দিয়ে ভুয়া আইডি খোলা, ফটোশপ করে অশ্লীল ছবি বানানো, বা তাদের ব্যক্তিগত তথ্য চুরি করে ব্ল্যাকমেইল করা এদের সাধারণ কৌশল।

আরও একটি কারণ হলো—নারীদের সহজ টার্গেট মনে করা হয়। অনেক নারী ভয় পেয়ে যান বা সামাজিক সম্মানের কথা ভেবে বিষয়টি চেপে যান। তারা পুলিশের কাছে যেতে চান না বা বিচারপ্রক্রিয়ায় জড়াতে চান না। এই দুর্বলতার সুযোগ নেয় অপরাধীরা। তারা জানে, নারীদের চুপ করিয়ে রাখা সহজ। ফলে তারা বারবার এমন কাজ করে পার পেয়ে যায়।

অনেক সময় দেখা যায়, অপরিচিত কেউ বন্ধুত্বের অনুরোধ পাঠায়, মিষ্টি কথা বলে সম্পর্ক তৈরি করে। কিছুদিনের মধ্যে ব্যক্তিগত ছবি বা ভিডিও চায়। নারীটি বিশ্বাস করে সেটা পাঠিয়ে দেন। পরে সেই ছবি বা ভিডিও দিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হয়। আবার কখনও এসব ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় করা হয়। এই ধরণের ঘটনা অহরহ ঘটছে।

সাইবার অপরাধীরা প্রযুক্তিতে দক্ষ। তারা সহজেই ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমেইল বা ফোন কলের মাধ্যমে নারীদের টার্গেট করতে পারে। তাদের মূল লক্ষ্য থাকে—নারীর সম্মান, আবেগ আর দুর্বলতাকে কাজে লাগানো। অনেক সময় তারা নারীদের নামে ভুয়া নিউজ ছড়িয়ে দেয়, যা একজন নারীর মানসিকভাবে ভেঙে পড়ার জন্য যথেষ্ট।

তাছাড়া, আমাদের সমাজে এখনও নারীদের প্রতি কিছু নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে। অনেকেই ভুক্তভোগী নারীকে দোষারোপ করে, যা তাকে আরও নিঃসঙ্গ করে তোলে। ফলে সে কোথাও বিচার চাইতে ভয় পায়। এমনকি পরিবারের লোকজনও অনেক সময় সহযোগিতা না করে উল্টো মেয়েটিকেই দোষ দেয়। এসব কারণে অপরাধীরা আরও সাহস পায় এবং নারীদের টার্গেট করাকে নিরাপদ মনে করে।

এই সমস্যার সমাধান কীভাবে সম্ভব? প্রথমেই নারীদের সচেতন হতে হবে। কোনো অপরিচিত লিংকে ক্লিক না করা, ব্যক্তিগত তথ্য বা ছবি কাউকে না পাঠানো, প্রাইভেসি সেটিংস ঠিকভাবে ব্যবহার করা জরুরি। পাশাপাশি পরিবার, সমাজ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও দায়িত্বশীল হতে হবে। যেকোনো সাইবার অপরাধে ভয় না পেয়ে থানায় অভিযোগ করতে হবে। সরকার ও বেসরকারি সংস্থাগুলোর উচিত নারীদের সাইবার নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া।

প্রযুক্তি যেমন উপকার করে, তেমনি সচেতন না হলে বিপদ ডেকে আনতে পারে। নারীদের শুধু টার্গেট নয়, প্রতিরোধ গড়ার শক্তিও আছে। দরকার শুধু সচেতনতা, সাহস এবং প্রয়োজন হলে আইনের সহায়তা নেওয়া। তাহলে সাইবার অপরাধীরা আর নারীদের সহজ টার্গেট বানাতে পারবে না।

এম.কে.

×