ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ট্রাম্পের শুল্ক আরোপের কারণে বিশ্ব বাজারে বেড়েছে ডলারের মান 

প্রকাশিত: ১৩:২৪, ১৬ জুলাই ২০২৫

ট্রাম্পের শুল্ক আরোপের কারণে বিশ্ব বাজারে বেড়েছে ডলারের মান 

ডলার

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির চাপ বাড়তে শুরু করেছে। এমন ইঙ্গিত মিলেছে সর্বশেষ মূল্যস্ফীতি প্রতিবেদনে। মনে করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ নীতির কারণেই এই চাপ বেড়েছে।

বুধবার (১৬ জুলাই) প্রকাশিত তথ্যে দেখা গেছে, জুন মাসে যুক্তরাষ্ট্রে কফি, অডিও যন্ত্রপাতি ও ঘর সাজানোর পণ্যের মতো আমদানিনির্ভর পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা মূলত ট্রাম্পের শুল্কনীতির প্রভাব বলেই মনে করা হচ্ছে।

এই মূল্যস্ফীতির ফলে বিনিয়োগকারীরা এখন ফেডারেল রিজার্ভের কাছ থেকে বছরের মধ্যে সুদের হার কমানোর সম্ভাবনা কম ধরে এগোচ্ছে। ট্রেজারি বন্ডের ফলন বাড়ায় বুধবার প্রতি ডলারে এখন পাওয়া যাচ্ছে ১৪৯ দশমিক শূন্য ৩ ইয়েন। তার আগে ডলারের বিপরীতে ইয়েনের মান ছিল ১৪৮ দশমিক ৯০।

অপরদিকে ইউরো ও পাউন্ডও আগের দিনের তিন সপ্তাহের নিম্নচাপের কাছাকাছিই লেনদেন হয়েছে। ইউরোর মান ছিল ১ দশমিক ১৬০৮ ডলার আর পাউন্ডের মান ছিল ১ দশমিক ৩৩৯৪ ডলার।

ইভলিন পার্টনার্সের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট নাথানিয়েল কেসি বলেন, মূল পণ্যের দামে সামান্য ঊর্ধ্বগতি হতে পারে শুল্কজনিত মূল্যস্ফীতির সূচনা। তবে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এই রিপোর্ট বড় কোনো উদ্বেগ তৈরি না করলেও, ফেড ও চেয়ারম্যান পাওয়েল সুদের হার কমাতে এখন আরও সতর্ক হতে পারেন।

বর্তমানে ব্যবসায়ীরা ডিসেম্বরে ফেডের সুদ কমানোর সম্ভাবনা ৪৩ বেসিস পয়েন্ট হিসেবে মূল্যায়ন করছেন, যা সপ্তাহের শুরুতে ছিল ৫০ বেসিস পয়েন্টের ওপরে।

এখন বাজারের নজর যুক্তরাষ্ট্রের প্রযোজক মূল্যসূচক (পিপিআিই) প্রকাশের দিকে, যা মূল্যস্ফীতির প্রবণতা সম্পর্কে আরও স্পষ্টতা দেবে।

বুধবার ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হার বেড়ে ৪ দশমিক ৪৯৫ শতাংশে পৌঁছায়, যা এক মাসের সর্বোচ্চ। ২ বছর মেয়াদি বন্ডের হার ছিল ৩ দশমিক ৯৪৬৩ শতাংশ। ডলার সূচক অন্যান্য মুদ্রার বিপরীতে এক মাসের মধ্যে সর্বোচ্চ ৯৮ দশমিক ৫৪ তে অবস্থান করে।

অস্ট্রেলিয়ান ডলারের মান গতকাল শূন্য দশমিক ৪৫ শতাংশ কমেছে। আজ সকালে তা অবশ্য অল্প একটু বৃদ্ধি পেয়ে শূন্য দশমিক ৬৫১৭ ডলারে উঠেছে। নিউজিল্যান্ডের ডলারের মান বেড়েছে শূন্য দশমিক ১৭ শতাংশ।

 খবর রয়টার্স 

তাসমিম

আরো পড়ুন  

×