
দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, আমার দেশ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি, ভারতীয় আধিপত্যবাদের কাছে মাথা নত করেনি, আমেরিকার কাছে মাথা নত করেনি। আল্লাহ ছাড়া কারো কাছেই আমার দেশ মাথা নত করবে না, আমার দেশ মাথা নত করতে জানে না।
বুধবার রাজশাহী মহানগরীর একটি রেস্টুরেন্টের হল রুমে দৈনিক আমার দেশ পত্রিকার রাজশাহী ও রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি শহীদ আবু সাঈদ, ওয়াসিমসহ জুলাই বিপ্লবে আত্মদানকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। জুলাই যোদ্ধাদের প্রতি নিরন্তর ভালোবাসা জ্ঞাপন করে জুলাই বিপ্লবকে জীবিত রাখতে সকলকে সজাগ থাকার আহ্বান করেন।
সত্য নিউজ করতে গেলে শত্রু দাঁড়িয়ে যাবে জানিয়ে তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ করতে গেলে ক্ষমতাশালীরা শত্রু হিসেবে দাঁড়িয়ে যাবে। ক্ষমতাশালী মানে কেবল সরকার না বরং রাজনৈতিক দল ক্ষমতাশালী, বড় ব্যবসায়ী ক্ষমতাশালী, সন্ত্রাসীরা ক্ষমতাশালী, ভারতীয় আধিপত্যবাদ ক্ষমতাশালী কিন্তু ক্ষমতাশালীদের ভয় পাওয়ার কিছু নেই। যে যতই শক্তিশালী হোক না কেন, অবশ্যই ভীত না হয়ে সত্য লিখতে হবে।
এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগের আমলে আমার দেশকে বিএনপির পত্রিকা বলা হতো, এখন বিএনপি-জামাতের পত্রিকা বলে। জামাতের ক্ষমতায় আসার মতো পরিবেশ হলে তারা অন্য কারো পত্রিকা বলে ট্যাগ দিবে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমার দেশ কোনো দলের পত্রিকা নয়। আমার দেশ বাংলাদেশের সাধারণ জনগণের পত্রিকা। সত্য ও ন্যায়ের পক্ষে আমার দেশ কথা বলবেই।
প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ’র নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, দৈনিক আমার দেশ’র ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী এবং দৈনিক আমার দেশ এর মফস্বল সম্পাদক আবু দারদা যোবায়ের।
রাজশাহী ব্যুরো মঈন উদ্দিনের সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে বিভিন্ন জেলার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একটু অস্থিতিশীল হয়ে গেছে। এতে আমাদের চ্যালেঞ্জ বাড়বে। যাদের কারণে দেশ অস্থিতিশীল হচ্ছে, তাদের একটা পক্ষ হচ্ছে রাজনীতিবিদ। এজন্য আমাদের নিরপেক্ষ হয়ে নিউজ দিতে হবে।
আফরোজা