
ছবি: সংগৃহীত
কানাডার অন্যতম ব্যস্ত বিমানবন্দর ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ছোট বিমান ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। দেশটির রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (RCMP) জানিয়েছে, মঙ্গলবার (১৫ জুলাই) স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে তারা খবর পান যে একটি Cessna 172 মডেলের ছোট বিমান ভ্যাঙ্কুভার আইল্যান্ড এলাকা থেকে ছিনতাই করে আকাশসীমায় প্রবেশ করেছে।
পুলিশ জানায়, বিমানটিতে একই ব্যক্তি চালক ও ছিনতাইকারী হিসেবে ছিলেন, অর্থাৎ অভিযুক্তই ছিলেন বিমানের একমাত্র আরোহী।
নিরাপদে অবতরণ, অভিযুক্ত গ্রেপ্তার
দুপুর ১টা ৪৫ মিনিটে (স্থানীয় সময়) বিমানটি ভ্যাঙ্কুভারে নিরাপদে অবতরণ করে। এরপর কোনো ধরনের গোলযোগ ছাড়াই ছিনতাইকারীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তার পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
কানাডার সরকারি সম্প্রচারমাধ্যম সিবিসি (CBC) প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি সাদা রঙের ছোট বিমানের চারপাশে ঘিরে আছে বেশ কয়েকটি নিরাপত্তা বাহিনীর গাড়ি। সিবিসি জানায়, বিমানটি ভিক্টোরিয়ার একটি ফ্লাইং ক্লাব পরিচালনা করছিল।
ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সময় অন্তত ৯টি ইনবাউন্ড ফ্লাইট অন্যত্র পাঠানো হয় এবং পুরো বিমানবন্দরে অস্থায়ীভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়।
ছিনতাইয়ের ঘটনায় কোন উদ্দেশ্য ছিল, কিংবা নিরাপত্তা বিধিনিষেধ কীভাবে লঙ্ঘিত হলো, সে বিষয়ে এখনো কিছু জানায়নি কর্তৃপক্ষ। তবে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ কলাম্বিয়া পুলিশ বিভাগ।
সূত্র: এনডিটিভি।
রাকিব