
আতিফা আমাতুল্লাহ আওফা
তানযীমুল উম্মাহ গার্লস হিফজ মাদ্রাসার রংপুর শাখায় মাত্র ৪ মাস ১৮ দিনে কুরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করেছে ৮ বছর বয়সী ক্ষুদে শিক্ষার্থী আতিফা আমাতুল্লাহ আওফা।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, সাধারণত একজন শিক্ষার্থীর পুরো কুরআন হিফজ করতে সময় লাগে অন্তত তিন বছর। কিন্তু শিক্ষার্থী আওফা মাত্র ৪ মাস ১৮ দিনে কুরআন শরীফ হিফজ সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করেছে। অসাধারণ মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে এই কীর্তি অর্জনে মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং পরিবার-পরিজনের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
ক্ষুদে হাফেজা আওফার পিতা আবু মোহাম্মদ হানজালা জানান, অন্যান্য বাচ্চারা মোবাইল নিয়ে গেমস খেলাসহ নানা কাজে সময় দিলেও আওফার মনোযোগ ছিল হিফজ সম্পন্ন করার দিকে। ছোটবেলা থেকেই তার মধ্যে কুরআন শিক্ষা ও ইসলামী অনুশাসনের প্রতি গভীর অনুরাগ লক্ষ্য করেছি। সে খেলাধুলায় সময় দিত না। নামাজের সময় নিয়মিত নামাজ পড়ে এবং সবসময় পড়াশোনায় নিজেকে ব্যস্ত রাখে।
এ বিষয়ে হাফেজা আওফা বলেন, ভবিষ্যতে ইসলামী জ্ঞানচর্চা ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।
তানযীমুল উম্মাহ মাদ্রাসার রংপুর জোন প্রিন্সিপাল ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন ঢাকার সহকারী পরিচালক মহিউদ্দিন বলেন, রংপুরে ২০১৭ সাল থেকে তানযীমুল উম্মাহ মাদ্রাসা যাত্রা শুরু করে। বর্তমানে রংপুরের পাঁচটি শাখায় ১২০০-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। আওফা অত্যন্ত প্রতিভাবান একজন শিক্ষার্থী। ৮ বছর বয়সে এত কম সময়ে হিফজ সম্পূর্ণ করার ঘটনা বিরল। ছোট্ট আওফার নিষ্ঠা, পরিশ্রম ও আল্লাহর অশেষ রহমতে এই বিরল কীর্তি সম্ভব হয়েছে।
প্যানেল হু