
ছবি: জনকণ্ঠ
কুমিল্লার দাউদকান্দিতে '২৪ এর শহীদ দিবসে বিভিন্ন রঙের গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷
বুধবার(১৬ জুলাই) বিকালে '২৪ এর রঙের দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে দাউদকান্দি পৌরসভা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে উপজেলা পর্যায়ে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ শহীদদের স্মরণে অত্র স্কুলের শিক্ষার্থীরা স্কুলের দেয়ালে দেয়ালে শহীদদের নিয়ে বিভিন্ন গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রদর্শন করেন৷
এসময় গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পরিদর্শনে করেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নাঈমা ইসলাম,পৌর প্রশাসক ও সহকারী কমিশনার(ভূমি) রেদওয়ান ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ,ম্যানেজিং কমিটির সভাপতি তৌফিক রুবেল ও পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলমগির হোসেন প্রমুখ৷
Mily