ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বগুড়ায় ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি

মো. ছানোয়ার হোসেন, শাজাহানপুর, বগুড়া 

প্রকাশিত: ২২:৫৯, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বগুড়ায় ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি

দৈনিক জনকণ্ঠ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির “মার্চ টু গোপালগঞ্জ” পথসভায় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও আ’লীগের অঙ্গসংগঠন কর্তৃক অতর্কিত হামলা এবং মঞ্চ ভাঙচুরের প্রতিবাদে “বাংলা ব্লকেড” কর্মসূচি পালন করে এনসিপি বগুড়া জেলার নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) বিকাল ৬টায় বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানি এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এই বাংলা ব্লকেড কর্মসূচি দেয় বগুড়া জেলার এনসিপি নেতৃবৃন্দ। 

এসময় উপস্থিত ছিলেন এনসিপি বগুড়া জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহিত তাকি, এনসিপি  বগুড়া জেলা শাখা সদস্য সোহেল আহমেদ লিটিন, শওকত ইমরান, ইজাজ আল ওয়াসী জ্বীম, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, বগুড়া জেলা শাখার আহ্বায়ক, শাহরিয়ার জুহিন 

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, বগুড়া জেলা শাখার সদস্য সচিব সৈকত আলী প্রমুখ।এসময়  বিক্ষুব্ধ নেতৃবৃন্দ গাড়ির টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

হ্যাপী

×