
নুরুন্নবী ইসলাম আপন
অসুস্থ মা-বাবার সেবা, সংসারের দায়িত্ব ও টিউশনি করে চলা ১৬ বছরের কিশোর নুরুন্নবী ইসলাম আপন এবার কুড়িগ্রাম জেলায় কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর (২৩৩০/২৬০০) পেয়ে সকলকে চমকে দিয়েছে। কুড়িগ্রামের নাগেশ্বরী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আপন। তার বাবা বাচ্চু মিয়া ৯ মাস আগে দুর্ঘটনায় পা ভেঙে অচল, মা নুরজাহান বেগম ১০ মাস ধরে শয্যাশায়ী।
সংসারের হাল ধরেছে আপন একাই টানা তিনটি টিউশন করে চালায় সংসার, ওষুধ ও লেখাপড়ার খরচ। আপন বলে, আব্বু পড়ে যাওয়ার পর বুঝলাম আমি শুধু ছাত্র নই, সংসারের কর্তা। দু’মুঠো খাবার জোগাড় করেই পড়াশোনা চালাতে হয়। তার শিক্ষক শামীম আজম বলেন, আপনের মতো মেধাবী ও দায়িত্বশীল ছাত্র বিরল। সরকারের উচিত তার উচ্চশিক্ষার দায়িত্ব নেওয়া।
আন্ধারীঝার ইউনিয়নের ইউপি সদস্য এরশাদুল হক বলেন, আপনের সাফল্য শুধু পরিবারের নয়, গোটা এলাকার গর্ব। অষ্টম শ্রেণি থেকে টিউশনি শুরু করা আপন বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহী। টানা দুই বছর উপজেলা বিজ্ঞান মেলায় সেরা হয়েছে। তবে কোচিং বা বাড়তি কোনো সহায়তা পায়নি। আপনের স্বপ্ন, একজন দক্ষ ইঞ্জিনিয়ার হয়ে দেশের জন্য কিছু করা। সে বলে, কোচিংয়ে ভর্তি হতে পারিনি, কিন্তু স্বপ্ন ছাড়িনি। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কুড়িগ্রামের ৪০০ শিক্ষার্থীর মধ্যে সবার শীর্ষে থাকা এই কিশোর এখন শুধু একটি ফলাফলের নাম নয় বরং এক সংগ্রামের অনুপ্রেরণাও।