ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

নিউইয়র্কে তীব্র ঝড়-বৃষ্টি 

নিউ জার্সিতে আকস্মিক বন্যায় দুজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪১, ১৬ জুলাই ২০২৫

নিউ জার্সিতে আকস্মিক বন্যায় দুজনের মৃত্যু

পানিতে তলিয়ে যাওয়া নিউইয়র্কের একটি সাবওয়ে স্টেশন

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বুধবার পর্যন্ত নিউইয়র্ক শহরের ওপর দিয়ে তীব্র ঝড়-বৃষ্টি বয়ে গেছে। এতে নগরীটির সাবওয়ে স্টেশনগুলো ও বহু গাড়ি ডুবে যায়। প্রবল বৃষ্টি ওই অঞ্চলের বিমানবন্দর ও রেলওয়ে সূচিতে এবং মহাসড়কগুলোতে চলাচলের ক্ষেত্রে ব্যাপক বিঘœ ঘটিয়েছে। খবর সিএনএনের। নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, ম্যানহ্যাটন সেন্ট্রাল পার্কে এক ঘণ্টায় ২ ইঞ্চি (৫ সেন্টিমিটার) বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এটি নিউইয়র্কের ইতিহাসে এক ঘণ্টায় হওয়া দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত। সামাজিক মাধ্যমে আসা ভিডিওগুলোতে দেখা গেছে, সোমবার সন্ধ্যার মধ্যে বেশ কয়েকটি সাবওয়ে স্টেশন পানিতে ডুবে গেছে, এগুলোর মধ্যে ম্যানহাটনের ওয়েস্ট সাইডের একটি স্টেশনে তীব্র গতিতে পানি ঢুকছিল। কর্মকর্তারা জানিয়েছেন, এতো কম সময়ের মধ্যে এ পরিমাণ বৃষ্টি হওয়ায় সাবওয়ে সিস্টেম সেটির সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি।

প্যানেল হু

×