
সংযুক্ত আরব আমিরাত (UAE) বাংলাদেশ ও ভারতের নাগরিকদের জন্য চালু করেছে নতুন এক কম খরচের গোল্ডেন ভিসা স্কিম, যার আওতায় মাত্র ১ লাখ দিরহাম (প্রায় ৩৩ লাখ টাকা) খরচেই মিলবে স্থায়ী আবাসনের সুযোগ।
আগে কী ছিল?
গোল্ডেন ভিসা পেতে আগে কমপক্ষে ২০ লাখ দিরহাম (প্রায় ৬.৬ কোটি টাকা) বিনিয়োগ করতে হতো সম্পত্তি বা ব্যবসায়।
নতুন কী থাকছে?
-
এখন বিনিয়োগ ছাড়াই মনোনয়নভিত্তিক পদ্ধতিতে গোল্ডেন ভিসা মিলবে।
-
এই ভিসা স্থায়ী, যা আগের সম্পত্তিনির্ভর ভিসার চেয়ে বেশি সুবিধাজনক।
-
আবেদনকারীদের ব্যাকগ্রাউন্ড চেক করা হবে — এর মধ্যে থাকবে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ, আর্থিক ইতিহাস ও ফৌজদারি রেকর্ড।
সুবিধাসমূহ:
-
পরিবারকে সঙ্গে আনা,
-
ডোমেস্টিক স্টাফ নিয়োগ,
-
কাজ করা বা ব্যবসা শুরু করা — সবই বৈধভাবে করা যাবে।
চাহিদা কত?
ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, আগামী তিন মাসে প্রায় ৫,০০০ আবেদন জমা পড়তে পারে।
বাংলাদেশিদের জন্য এটি হতে পারে মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার এক সুবর্ণ সুযোগ — তা-ও বিনিয়োগ ছাড়াই!
Jahan