ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসন, যুদ্ধের মেঘ ঘনাচ্ছে মধ্যপ্রাচ্যে

প্রকাশিত: ২৩:১৬, ১৬ জুলাই ২০২৫

সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসন, যুদ্ধের মেঘ ঘনাচ্ছে মধ্যপ্রাচ্যে

ছবি: সংগৃহীত

দামেস্কে ইসরায়েলের বিমান হামলার পরপরই কড়া বার্তা দিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে তিনি বলেন, "দামেস্কে সতর্কবার্তা শেষ হয়েছে — এখন আসবে ব্যথাদায়ক আঘাত।"

কাটজ জানান, ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ সিরিয়ার সুয়েইদা অঞ্চলে “শক্তভাবে অভিযান চালিয়ে যাবে।” ওই অঞ্চলে সম্প্রতি সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায় এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ইসরায়েল হস্তক্ষেপ করেছে।

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আমি, প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে, একটি প্রতিশ্রুতি দিয়েছি — এবং আমরা তা পালন করব।”

দ্রুজ সম্প্রদায়ের উদ্দেশে সরাসরি বার্তা দিয়ে তিনি আশ্বাস দেন, “ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সিরিয়ার দ্রুজ জনগণকে রক্ষা করবে।”

কাটজ তার বিবৃতির সঙ্গে একটি ভিডিও-ও শেয়ার করেন, যেখানে দেখা যায়, দামেস্কে একটি ভবনে ইসরায়েলি হামলার সময় সরাসরি টেলিভিশন সম্প্রচারে থাকা সংবাদপাঠক আচমকা মাথা নিচু করে আশ্রয় নিচ্ছেন।

এই বিবৃতি এমন সময়ে এলো যখন সিরিয়ায় ইসরায়েলের সামরিক তৎপরতা আরও জোরালো হয়ে উঠেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই বার্তার মাধ্যমে ইসরায়েল মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে নিজের কৌশলগত অবস্থান সুদৃঢ় করতে চাইছে।

তথ্যসূত্র: বিবিসি

Mily

×