ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ইসরায়েলি হামলায় সিরিয়ার তিন কমান্ডার নিহত: এসওএইচআর

প্রকাশিত: ২৩:২৫, ১৬ জুলাই ২০২৫; আপডেট: ২৩:২৬, ১৬ জুলাই ২০২৫

ইসরায়েলি হামলায় সিরিয়ার তিন কমান্ডার নিহত: এসওএইচআর

ছবি: সংগৃহীত

সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় তিনজন সিরিয়ান সামরিক কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (SOHR)। হামলাটি সুয়েইদা প্রদেশের ওয়ালঘা ও আল-মাজিমার গ্রামের কাছে সংঘটিত হয়, যেখানে সাম্প্রতিক সময়ে দ্রুজ ও বেদুইন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছিল।  

SOHR-এর বক্তব্য অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠক চলাকালীন লক্ষ্যযুক্ত হামলা চালায়। এর আগেও একই এলাকায় হামলায় ৭ জন সামরিক কর্মকর্তা প্রাণ হারান, যার ফলে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।  

সিরিয়ার সরকার এখনও এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি। তবে ইসরায়েল প্রায়ই ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর অস্ত্র চলাচল রোধে সিরিয়ায় হামলা চালিয়ে থাকে বলে বিশ্লেষকরা উল্লেখ করেন।  

প্রেক্ষাপট  
সুয়েইদা অঞ্চলে সিরিয়ান সেনাবাহিনী ও স্থানীয় গোষ্ঠীগুলোর মধ্যে উত্তেজনা দীর্ঘদিন ধরে চলছে। ইসরায়েলের এই হামলা আঞ্চলিক সংঘাতের নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করা হচ্ছে।

তথ্যসূত্র: বিবিসি

Mily

×