ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

দেশজুড়ে জুলাই শহীদ দিবস পালিত

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২:৫৫, ১৬ জুলাই ২০২৫

দেশজুড়ে জুলাই শহীদ দিবস পালিত

জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল

জুলাই শহীদদের স্মরণে শহিদ দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। জনকণ্ঠের স্টাফ রিপোর্টার নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর: 
শেরপুর ॥ শেরপুরে জুলাই শহীদদের স্মরণে জুলাই শহীদ দিবস-২০২৫ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই বুধবার জেলা প্রশাসনের সম্মেলনকক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যেজেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁঞা, প্রেস ক্লাব সভাপতি কাকন রেজা, জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহহ্বায়ক মামুনুর রহমানসহ জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।
খুলনা ॥ নানা কর্মসূচি ও শোক-শ্রদ্ধার মধ্য দিয়ে খুলনায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে দিবসটি উপলক্ষে বুধবার আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সকালে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে বক্তব্য দেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরবকার, নগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস শফিকুল আলম মনা, জামায়াতে ইসলামীর নগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জামায়াত নেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রাফিউল ইসলাম টুটুল, এনসিপির নগর সংগঠক আহম্মদ হামীম রাহাত প্রমুখ। এতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত জুলাইযোদ্ধারা উপস্থিত ছিলেন। 
অপরদিকে বিকেলে অনুরূপভাবে খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন করপোরেশনের প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরবকার। এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সংগঠন দিবসটি উপলক্ষে কর্মসসূচি পালন করে।  
রাজশাহী ॥ রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বেলা এগারোটায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
জুলাই স্মরণসভায় শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তাঁরা জুলাই আন্দোলনে হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান । প্রধান অতিথির বক্তৃতার শুরুতে বিভাগীয় কমিশনার জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনাসহ আন্দোলনে আহত ও অংশগ্রহণকারীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত জিআইজি  মো. সারোয়ার জাহান এবং পুলিশ সুপার ফারজানা ইসলাম। অন্যদের মধ্যে শহীদ পরিবারের সদস্যগণ, জুলাইযোদ্ধা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
চাঁদপুর ॥ চাঁদপুরে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা হয়েছে। সভায় শহীদ পরিবারের সদস্য, সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বক্তব্যে বলেন, জুলাই মাসের অভ্যুত্থানে অনেকেই শহীদ হয়েছেন। কিন্তু শহীদ আবু সাঈদ হচ্ছেন ব্যাতিক্রম। তিনি গ্রামের মধ্যবৃত্ত পরিবারের ছেলে এবং বিশ^ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। পৃথিবীর যে কোন আন্দোলন একটি ঘটনা আন্দোলনের মোড় ঘুরিয়ে দিতে রূপ দেয়। শহীদ আবু সাঈদ হচ্ছে আন্দোলনের আইকনিক। গনতন্ত্র ও মুক্তিকামী মানুষ হিসেবে সেদিন আবু সাঈদ তার বুক পেতে দিয়েছিলেন।
অন্যদের মাঝে বক্তব্য দেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল ও জুলাই মঞ্চের আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস শাহাদাত ফাহিমের সঞ্চালনায় জুলাই শহীদদের স্মরণে শহীদ পরিবারের মধ্যে স্মৃতিচারণ করেন শহীদ নিশান খানের মা রওশনারা, শহীদ সাজ্জাদ হোসেনের বাবা জসিম রাজা, জুলাই যোদ্ধা জাকির হোসেন।
গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ॥ গাইবান্ধার গোবিন্দগঞ্জে জুলাই শহীদ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং জুলাইয়ের গল্প বলা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার, থানার ওসি বুলবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মামুনুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিন্দার আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মুফতি সৈয়দ  তৌহিদুল ইসলাম তুহিন প্রমুখ।  
মাগুরা  ॥ মাগুরায় জুলাই শহীদ দিবসে  আলোচনাসভা  অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাগুরা  সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। সদর উপজেলা পরিষদের আয়োজনে মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান. সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান প্রমুখ।
কটিয়াদী, কিশোরগঞ্জ ॥  কিশোরগঞ্জের কটিয়াদীতে শ্রদ্ধা ও জাতীয় চেতনায় ‘জুলাই শহীদ দিবস-২০২৫’ পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে।
বুধবার সকালে র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করে কটিয়াদী উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল হক মাসুদ, উপজেলা ছাত্রদলের সভাপতি তসরিফুল হাসিব, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক,  সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি। 
ঠাকুরগাঁও ॥ জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে জুলাইয়ের গল্পবলা ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসক ইশরাত ফারজানা বুধবার জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন। সভায় জুলাইয়ের গল্প বলা কর্মসূচিতে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা এবং অভ্যুত্থানে স্থানীয় এক শহীদের মা তার ছেলে হারানোর কষ্টের কথা তুলে ধরেন। 
এদিকে, জুলাই শহীদ দিবস উপলক্ষে ঠাকুরগাঁও সদরসহ সকল উপজেলায় বুধবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।
রাঙ্গামাটি ॥ রাঙ্গামাটিতে বর্ণাঢ্য নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ উদযাপিত হয়েছে। এই উপলক্ষে জেলা প্রশাসন আলোচনাসভা, পতাকা অর্ধনির্মিত করা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের গ্রফিতি অঙ্কন করা হয়েছে।  বুধবার দিবসটি উপলক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  জুলাই শহীদ দিবস’ উপলক্ষে সকাল ৯ ঘটিকায় রাবিপ্রবির নির্মাণাধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতিস্তম্ভে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে পুষ্পস্ববক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতিয়ার রহমান।
লালপুর, নাটোর ॥ জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনসহ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এই কর্মসূচি হয়। এ সময় শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ওমোনাজাত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফি, মডেল প্রেস ক্লাবের সভাপতি শাহ্ আলম সেলিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহম্মেদ শিবলী প্রমুখ। 
মোরেলগঞ্জ, বাগেরহাট ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে শহীদ আবু সাইদ ও জুলাই শহীদ দিবস-২০২৫ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শহীদদের স্মরণে আলোচনা সভায় স্মৃতিচারণ করতে গিয়ে বিদ্যালয়ের সভাপতি সেদিনের গণআন্দোলনের রাজথের যোদ্ধা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি কামরুজ্জামান (নাছির) অঝোরে কেঁদে বলেন, গণআন্দোলনে খুলনার শিববাড়ি ও ময়লা পোতা এলাকায় রাজপথের একজন যোদ্ধা হিসেবে আন্দোলন-সংগ্রামের দিনগুলোর প্রতিটি মুহূর্ত আজও চোখের সামনে ভাসছে।  

সেদিন স্ত্রী-সন্তানের হাতে ৩ হাজার টাকা অ্যাম্বুলেন্সের একটি নম্বর দিয়ে বলেছিলাম  তোমরা  কোনো দুর্ঘটনার সংবাদ শুনতে পেলে এ টাকা দিয়ে অ্যাম্বুলেন্সে আমার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাবে। এ রকম অনেক কথাই স্মৃতি চারণ করতে গিয়ে সামলে নিতে পারলেন না রাজপথের এ যোদ্ধা নাছির।  বুধবার উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয় (প্রস্তাবিত) মোরেলগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এ দোয়া অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিদ্যালয়ের সভাপতি কামরুজ্জামান (নাছির)।

×