ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

ইসরায়েলি ঘাঁটিতে ইয়েমেনের ড্রোন হামলা: নেগেব ও ইলাত ছিল লক্ষ্য

প্রকাশিত: ১৮:৫২, ১৬ জুলাই ২০২৫

ইসরায়েলি ঘাঁটিতে ইয়েমেনের ড্রোন হামলা: নেগেব ও ইলাত ছিল লক্ষ্য

ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের দখলকৃত নেগেব ও ইলাত অঞ্চলে একযোগে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গাজার ওপর ইসরায়েলের চলমান বর্বরতার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে তারা।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এক বিবৃতিতে হামলার বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, "আমাদের বাহিনী একযোগে তিনটি ড্রোন মোতায়েন করেছে। এর মধ্যে দুটি ড্রোন নেগেব অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ইসরায়েলি সামরিক স্থাপনায় আঘাত হানে। অপর একটি ড্রোন হামলা চালায় উম্ম আল-রাশরাশ বন্দরে, যাকে ইহুদিবাদীরা 'ইলাত' নামে ডাকে।"

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো মঙ্গলবার (১৬ জুলাই) সকালে ড্রোন হামলার তথ্য প্রকাশ করে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে।

তবে ইয়াহিয়া সারিয়ি বলেন, "আমাদের এই অভিযান সফল হয়েছে এবং নির্ধারিত লক্ষ্য অর্জন করেছে। গাজায় ইসরায়েলি গণহত্যা পুরো মুসলিম বিশ্বের জন্য ধর্মীয় ও নৈতিক বাধ্যবাধকতা তৈরি করেছে।"

তিনি আরও সতর্ক করে বলেন, "নীরবতা ও বিশ্বাসঘাতকতা কেবল ইসরায়েলকে আরও সাহসী করে তুলবে এবং তারা অন্য জাতিগুলোকেও দমন করার চেষ্টা করবে।"

ইয়েমেনের সশস্ত্র বাহিনী স্পষ্ট করে জানিয়েছে, যতক্ষণ না গাজা থেকে অবরোধ তুলে নেওয়া হয় এবং গণহত্যা বন্ধ করা হয়, ততক্ষণ এই ধরনের হামলা অব্যাহত থাকবে।

বিবৃতির শেষাংশে ইয়াহিয়া সারিয়ি বলেন, "ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে, এবং নিপীড়িত ফিলিস্তিনিদের ও তাদের প্রতিরোধ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে, ইয়েমেন তার সামরিক অভিযানে অটল থাকবে। এই সংগ্রাম পুরো মুসলিম উম্মাহর সম্মানের প্রতীক।"

ইমরান

×