
ছবি: সংগৃহীত
রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধা (বয়স আনুমানিক ৯০ বছর) নিহত হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) পুলিশ সদস্য আ. মালেক ও রেলওয়ের কর্মচারী মো. নাহিদ জানান, নিহত নারী স্টেশন এলাকায় থাকতেন। সকালে ২ নম্বর প্ল্যাটফর্মে রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের নিচে তার পা কাটা পড়ে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শেখ ফরিদ