ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

অভিনেত্রী নুসরাত ফারিয়া

সত্য কখনো দেরি করে, হার মানে না

প্রকাশিত: ১২:২৭, ১৬ জুলাই ২০২৫

সত্য কখনো দেরি করে, হার মানে না

ঢালিউড সিনেমায় ইতোমধ্যে বেশ শক্ত জায়গা তৈরি করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। এছাড়া অভিনয়ের পাশাপাশি স্যোশাল মিডিয়ায়ও বেশ সরব থাকেন তিনি। 

সম্প্রতি এক পোস্টে নুসরাত ফারিয়া জানান যে, সত্য কখনো দেরি করে, হার মানে না।  তিনি পোস্ট দিয়ে লিখেছেন, ‘সময় নিজেই সব বলে দেয়। সত্য কখনো দেরি করে, হার মানে না। মহাবিশ্ব দেখছে, আমি ছেড়ে দিলাম।’

ফারিয়া জেন অন্ধকারের নায়িকা। ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র ‘আশিকী’ দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।

এরপর একের পর এক সফলতা। কখনও নায়িকা আবার কখনও আইটেম গার্ল সব ভাবেই নজর কেড়েছেন দর্শকের। 

সানজানা

×