ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ঝিনাইদহে সীমান্তের কোদলা নদীতে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করলো বিএসএফ

এম রায়হান, ঝিনাইদহ

প্রকাশিত: ১৮:১৭, ১৬ জুলাই ২০২৫; আপডেট: ১৮:২৩, ১৬ জুলাই ২০২৫

ঝিনাইদহে সীমান্তের কোদলা নদীতে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করলো বিএসএফ

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাঠিলা সীমান্ত এলাকার কোদলা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার পুলিশ বিএসএফের সঙ্গে যৌথভাবে বুধবার দুপুরে ওই লাশটি উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার সকালে মাঠিলা গ্রামের কুঞ্জের মাঠ সংলগ্ন কোদলা নদীর ভারতীয় পাড়ের কুলিয়া গ্রামে স্থানীয়রা নদীতে ভাসতে থাকা লাশ দেখতে পায়। পরে তারা বিষয়টি বিজিবিকে জানালে বিজিবি দ্রুত বিএসএফকে অবহিত করে। খবর পেয়ে বিএসএফের উপস্থিতিতে বাগদা থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

মহেশপুর ৫৮ বিজিবি কোম্পানির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, লাশ ভাসতে থাকার খবর পেয়ে তারা বিএসএফকে জানান, যারা পুলিশ দিয়ে লাশটি উদ্ধার করে। তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নিখোঁজ থাকার খবর তাদের কাছে পৌঁছায়নি এবং লাশটির পরিচয়ও জানা যায়নি।

এদিকে লাশ উদ্ধারকালে দুই দেশের নদী পাড়ে উৎসুক লোকজনের ভিড় দেখা যায়। তবে মৃত ব্যক্তির বাংলাদেশী হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

রিফাত

×