ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ছবি তুললে কোটি টাকা জরিমানা!

দ্য এমিরেটস টাইমস

প্রকাশিত: ২৩:৪২, ১৬ জুলাই ২০২৫

ছবি তুললে কোটি টাকা জরিমানা!

ছবি তুললে গুনতে হতে পারে কোটি টাকা জরিমানা

ছবি তুললে গুনতে হতে পারে কোটি টাকা জরিমানা। অদ্ভুত এই নিয়ম মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতে। তবে সব ছবির ক্ষেত্রে নয়। যদি ক্যামেরার ফ্রেমে কোনো ব্যক্তির অনুমতি ছাড়া তিনি চলে আসেন, তবেই হতে পারে বড় আইনি বিপদ।
কারণ, দুবাইয়ে এটিকে ব্যক্তিগত গোপনীয়তার চরম লঙ্ঘন হিসেবে দেখা হয়। শুধু মানুষ নয়, দুবাই ও আবুধাবির কিছু বিশেষ স্থাপনাতেও ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। এর মধ্যে রয়েছে বিমানবন্দর, ধর্মীয় স্থান, সরকারি অফিস, সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত এলাকা। এসব জায়গায় ছবি তোলার কথা ভুলেও ভাবা যাবে না।
আর সমুদ্রসৈকতে? সেখানেও বাড়তি সতর্কতা। এমনভাবে ছবি তুলতে হবে, যেন ছবির ফ্রেমে অন্য কোনো নারী অপ্রত্যাশিতভাবে চলে না আসেন।
কর্তৃপক্ষ স্পষ্ট করে বলেছেন, সরকারি কার্যালয়, সামরিক স্থাপনা, বিমানবন্দর এবং রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে জড়িত যে কোনো স্থানে ছবি তোলার ব্যাপারে পর্যটকদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। এই স্থানগুলো এতটাই সংবেদনশীল যে, পর্যটকরা যদি সেখানে দাঁড়িয়ে নিছকই একটি পাখি বা আকাশে উড়োজাহাজও দেখেন, তবে কর্তৃপক্ষ সেটাকে সন্দেহজনক কার্যকলাপ মনে করে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে। তাই দুবাইয়ে বেড়াতে গেলে চোখ-কান খোলা রেখে, ছবি তুলতে হবে সাবধানে।-দ্য এমিরেটস টাইমস

প্যানেল হু

×