
গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের হামলায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। এসময় জুলাই হামলাকারীরা এখনও কীভাবে বেপরোয়া ঘোরাঘুরি করে তাও জানতে চান তিনি।
বুধবার (১৬ জুলাই) বিকেলে সাভার থানা রোডের মামুন কমিউনিটি সেন্টারে আয়োজিত জুলাই-আগস্টে শহীদদের স্মরণসভায় এমন ক্ষোভ প্রকাশ করেন তিনি।
মাহফুজ ইকবাল বলেন, গোপালগঞ্জ ইন্দোনেশিয়া না, বাংলাদেশের একটা জেলা। সেখানে কীভাবে হামলা হতে পারে? এর দায়িত্ব সরকারকে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। আজকে যদি সরকার মুখ বুজে রাষ্ট্র সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করে, তাহলে শুধু গোপালগঞ্জ নয় প্রত্যেকটা জেলায় এই হামলা হবে।
এসময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, জুলাই বিপ্লব কারো একক সম্পত্তি নয়, এটা সার্বজনীন। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের কারণেই দেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। যার ফলে দেশের মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে।
তিনি আরও বলেন, সাভারে জুলাই-আগষ্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন ও যারা আহত হয়েছেন, তাদের পরিবারের পাশে ছাত্রদল সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা এ আন্দোলনের শহীদদের রক্তের ঋন কখনো ভুলবো না।
স্মরণ সভায় বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্য এবং সে সময় আহত ছাত্রদল নেতাকর্মীরা। তাঁরা আন্দোলনের চেতনা ধরে রাখার আহ্বান জানান এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা জেলা উত্তরের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন সুমন, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জরুল হক সৌরভসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
রিফাত