ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

হৃতিক তৃপ্তির ভাইরাল নাচ, অনস্ক্রিন কেমিস্ট্রি না অফস্ক্রিন ম্যাজিক?

প্রকাশিত: ২৩:৩৬, ১৫ জুলাই ২০২৫

হৃতিক তৃপ্তির ভাইরাল নাচ, অনস্ক্রিন কেমিস্ট্রি না অফস্ক্রিন ম্যাজিক?

একটি অপ্রত্যাশিত জুটি ইন্টারনেটে ঝড় তুলেছে—বলিউডের সুপারস্টার ও নৃত্য আইকন হৃতিক রোশন এবং বর্তমান প্রজন্মের ক্রাশ তৃপ্তি ডিমরি একসঙ্গে ধরা দিলেন একটি ভাইরাল ডান্স ভিডিওতে। ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মাঝে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ, প্রশ্ন উঠছে—এটি কি কেবল একটি বিজ্ঞাপনী শ্যুট, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো প্রজেক্ট?

ভিডিওর শুরুতে হৃতিক একাই তার পরিচিত স্টাইলে স্টেপ দিচ্ছেন, এরপর তৃপ্তির আগমন—সামঞ্জস্যপূর্ণ কয়েকটি স্টেপে দুজন একসঙ্গে নেচে ওঠেন। এরপর হৃতিক বেরিয়ে গেলে তৃপ্তির ঝলমলে হাসি ও ক্যামেরার সামনে তার ঘুর্ণন মুহূর্তটি নজর কাড়ে দর্শকের।

যদিও ভিডিওটি সংক্ষিপ্ত এবং ‘বিহাইন্ড দ্য সিনস’ বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু এতেই অনুরাগীদের আগ্রহ তুঙ্গে। কেউ লিখেছেন, “শুধুই কি কেমিস্ট্রি… না কি ম্যাজিক শুরু হলো?” আরেকজন মন্তব্য করেছেন, “বর্তমান প্রজন্মের দুই সেরা ডান্সার এক ফ্রেমে!” কেউ আবার মিশ্র প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “সেরা আর সবচেয়ে খারাপ নৃত্যশিল্পীর এমন যুগলবন্দি!”

কাজের দিক থেকেও আলোচনায় দুজনেই:
তৃপ্তি ডিমরি সামনে অভিনয় করতে যাচ্ছেন প্রভাসের সঙ্গে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবিতে। আর হৃতিক রোশন আসছেন ‘ওয়ার ২’-এ, যেখানে তার সঙ্গে থাকবেন জুনিয়র এনটিআর ও কিয়ারা আদবানি।

এই ভিডিও যদি কেবল একটি বিজ্ঞাপন হয়, তাহলেও এটি ইতোমধ্যেই ফ্যানদের মধ্যে আলোড়ন তুলেছে। আর যদি এটি একটি বড় প্রজেক্টের সূচনা হয়—তাহলে বলিউডের দর্শকদের জন্য অপেক্ষা করছে এক ঝলকাতেও ভিজ্যুয়াল বিস্ফোরণ।

Jahan

×