ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

শবনম বুবলী ও শরিফুল রাজের ‘দেয়ালের দেশ’ সিনেমা এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে

প্রকাশিত: ২০:৫১, ১৫ জুলাই ২০২৫; আপডেট: ২০:৫৩, ১৫ জুলাই ২০২৫

শবনম বুবলী ও শরিফুল রাজের ‘দেয়ালের দেশ’ সিনেমা এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে

২০২১ সালে সরকারি অনুদান পেয়ে এক নতুন দৃষ্টিকোণ নিয়ে নির্মিত হয়েছিল মিস্ট্রি ও রোমান্স ঘরানার সিনেমা ‘দেয়ালের দেশ’। সিনেমাটি পরিচালনা করেছেন মিশুক মনি, যিনি এর গল্প, চিত্রনাট্য এবং সংলাপও লিখেছেন।

এ সিনেমা ২০২৪ সালের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং দর্শক ও সমালোচকদের কাছ থেকে যথেষ্ট প্রশংসা পায়। সিনেমার চিত্রনাট্য, অভিনয়, গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছুই মনোরঞ্জন করতে সক্ষম হয়। বিশেষ করে, শবনম বুবলী ও শরিফুল রাজের দারুণ অভিনয় দর্শকদের হৃদয় স্পর্শ করেছে।

এবার সুখবর, ‘দেয়ালের দেশ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। অর্থাৎ, আর কোনো প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার প্রয়োজন হবে না; এখন ঘরে বসেই তার সমগ্র গল্প উপভোগ করা যাবে।সিনেমার কাহিনী revolves করে দুই মূল চরিত্র, নহর (বুবলী) এবং বৈশাখ (শরিফুল রাজ) এর প্রেমের গল্প নিয়ে। এই প্রেমের গল্পের শুরু এক অদ্ভুত জায়গা থেকে—হাসপাতালের মর্গ থেকে! অন্যরকম একটি প্রেমের শুরু, যা সিনেমাটির আকর্ষণীয় ও মিস্ট্রি উপাদান যোগ করে।

আজ সন্ধ্যায়, চরকি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ১৬ জুলাই রাত ১২ টা ১ মিনিট থেকে দর্শকরা এই সিনেমাটি দেখতে পারবেন তাদের ঘরে বসে।

গত বছর মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ‘দেয়ালের দেশ’ এক ভিন্ন অভিজ্ঞতা সৃষ্টি করেছিল। একদিকে মিস্ট্রি, অন্যদিকে রোমান্স, দুইয়ের মিশেলে এটি দর্শকদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা হয়ে উঠেছিল। এখন, এই সিনেমার নতুন প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় রয়েছে সবার কাছে।

তাহলে প্রস্তুত হোন, ঘরে বসেই উপভোগ করুন ‘দেয়ালের দেশ’ এর এক নতুন রোমাঞ্চকর যাত্রা!

রাজু

×