ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

‘আলী’র ট্রেলারে ইরফানের চমক

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৭, ১৫ জুলাই ২০২৫

‘আলী’র ট্রেলারে ইরফানের চমক

ইরফান সাজ্জাদ

চমৎকার সূর্যের আগমনী বার্তায় সকাল দিয়ে শুরু ‘আলী’ সিনেমার ট্রেলার। কিন্তু এরপরই ভেসে আসে একটা ভয়ঙ্কর খুনের খবর-ভিক্টিম খুব নৃশংসভাবে খুন হয়েছে। এটা দেশের মানুষের কাছে যেমনি ভয়, তেমনি আতঙ্কের। এরপর ট্রেলারে দেখা যায় একের পর এক চমক ! ১৪ জুলাই প্রকাশ পেয়েছে ইরফান সাজ্জাদ অভিনীত ‘আলী’ সিনেমার ১ মিনিট ২৩ সেকেন্ড দৈর্ঘ্যরে ট্রেলার। ট্রেলারে দর্শক আবিষ্কার করেছেন এক অন্য ইরফানকে। বলা ভালো, অভিনেতা ইরফানকে। সেই সঙ্গে আছে কিছু রহস্যের আভাস।
আগেই জানা গিয়েছিল, এই সিনেমায় তিনি একজন বাকপ্রতিবন্ধী, সেইসঙ্গে শারীরিক প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেছেন। এবার ট্রেলারে দেখা গেল তার কয়েক ঝলক। এখানে রশ্নি চরিত্রে আছেন মিলিতা মেহজাবিন অর্পা। ট্রেলারে দেখা যায়, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ইরফান সাজ্জাদ অর্থাৎ সিনেমার আলী। তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়, সে একজন সিরিয়াল কিলার। তবে ইরফান আসলেই সিরিয়াল কিলার নাকি ঘটনার মারপ্যাঁচে তিনি ফেঁসে গেছেন, সেটা জানতে দর্শককে অপেক্ষা করতে হবে ১৮ জুলাই পর্যন্ত।

কারণ, এদিন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ট্রেলারে মিশা সওদাগরকে একজন উকিলের চরিত্রে দেখা গেছে যিনি ইরফানের পক্ষে আদালতে লড়ছেন। তার কণ্ঠে শোনা যায়, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে শুধুমাত্র কাগজের আইন এবং সাক্ষীদের জবানবন্দি যথেষ্ট নয়।
পাহাড়ে বেড়ে ওঠা দুই ভাই-বোন আলী ও রশ্নিকে ঘিরে সিনেমার গল্প আবর্তিত। বাকপ্রতিবন্ধী আলী নিজের সীমাবদ্ধতা নিয়েই পাহাড়ে গড়ে তোলে এক ছোট্ট জগৎ। যেখানে তার একমাত্র আশ্রয় তার ছোট বোন রশ্নি। রশ্নির স্বপ্ন শহরে গিয়ে পড়াশোনা করা, কিন্তু আলীর ভয় তাকে আটকে রাখে পাহাড়ের সুরক্ষায়। কিন্তু এক ভয়াবহ দুর্ঘটনা তাদের আলাদা করে দেয় চিরতরের মতো। বাকপ্রতিবন্ধী আলী নেমে পড়ে এক দুর্মর সংগ্রামে। নিঃসঙ্গতা, অবিচার, নির্যাতনের ভেতরেও সে হার মানে না। অন্যদিকে রশ্নি খোঁজে ভাইকে, অপেক্ষা করে, লড়াই করে।
ট্রেলার দেখে দর্শক বেশ প্রশংসা করেছেন। একজন লিখেছেন, খুবই চ্যালেঞ্জিং একটা চরিত্রে অভিনয় করেছেন, আশাকরি দারুণ কিছু হবে।

×