
মাদ্রাসা মাঠে ধানের বীজ রোপন করা হয়েছে
বাউফলে একটি দাখিল মাদ্রাসার খেলার মাঠে বোরো ধানের বীজ রোপন করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সহকারী মৌলভী ও জামায়াত নেতা জাকির হোসেনের বিরুদ্ধে। এতে, খেলাধুলা করতে না পারা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, মধ্য নওমালা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল জাকির হোসেন গত সপ্তাহে মাদ্রাসার মাঠে ধানের বীজ রোপন করেছেন। বীজগুলো পরিপক্ক হয়ে বড় ফসল ফলতে তিন মাসের অধিক সময় লাগবে। এছাড়া ওই গ্রামে অন্যকোনো খেলার মাঠ না নেই। একারণে শিক্ষার্থী ও স্থানীয় কিশোরদের খেলাধুলা বন্ধ রয়েছে৷ যা সম্পূর্ণ বিধিবহির্ভূত কাজ।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, খেলাধুলা শিক্ষার একটি অপরিহার্য অংশ। শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, সামাজিক এবং শিক্ষাগতভাবে বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেলাধুলা। খেলাধুলা সুসংগঠিত শিক্ষা প্রদান করে যা শিক্ষা জীবনের চ্যালেঞ্জ গুলির মোকাবিলার জন্য প্রস্তুত করে। তাই মাঠ উন্মুক্ত রাখার বিষয় মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা আছে। অভিযুক্ত সহকারী মৌলভী জাকির হোসেন বলেন, তিনি পূর্ব নওমালার বাসিন্দা। সেখানে বৃষ্টির পানি জমে থাকায় তিনি মাঠে ধানের বীজগুলো রোপন করেছেন। অন্যথায় বীচগুলো মরে যাওয়ার সম্ভাবনা ছিলো। শিক্ষার্থীদের সমস্যা হলে সরিয়ে ফেলবেন বলেও জানান।
মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ইউসুফ সেন্টু বলেন, বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না। এরকম ঘটনা হলে এই বিষয় ব্যবস্থা নেয়া হবে।
বাউফল উপজেলা একাডেমিক সুপার ভাইজর ও ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরনবী বলেন, এঘটনা বিধিসম্মত নয়। আমরা আজই শুনলাম। মাদ্রাসা পরিদর্শন করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজু