
বান্দরবানের লামায় যুবক খুন, একই পরিবারের ৫ জন গ্রেপ্তার
বান্দরবানের লামা উপজেলায় পারিবারিক কলহের জেরে আব্দুর রহমান (২৩) নামের এক যুবক খুন হয়েছেন। নিহত আব্দুর রহমান লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্ব চান্দির আমতলি মুসলিম পাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে। এ ঘটনায় একই পরিবারের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা হাজিপাড়ার কামাল উদ্দিনের তিন ছেলে মো. সোহেল (২২), মো. জাহেদ (৩০), মো. রিয়াজ (২৪), মেয়ে মিনু আক্তার (৩৫) ও স্ত্রী হালিমা বেগম (৫৫)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পারিবারিক সম্পত্তি নিয়ে আব্দুর রহমানের সঙ্গে তার ভাই আব্দুস শুক্কুরের বিরোধ ছিল। এর জের ধরে সোমবার (১৪ জুলাই) পূর্ব চাম্বি মুসলিম পাড়ায় আজিজ মেম্বারের দোকানের সামনে আব্দুস শুক্কুরের স্ত্রী মিনু আক্তারের ভাই মো. সোহেল, মো জাহেদ, মো. রিয়াজ আব্দুর রহমানকে মারধর করেন। একপর্যায়ে সোহেল ধারালো ছুরি দিয়ে আব্দুর রহমানের বুকে ও পেটে আঘাত করেন। এতে আব্দুর রহমান মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া পদুয়া হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে লামা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হত্যায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
............................................
তাসমিম