
গণতন্ত্র, ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
বুধবার (১৬ জুলাই) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়সহ সকল আঞ্চলিক কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
এ উপলক্ষে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজ এক বিবৃতিতে বলেন, “সাহসী ছাত্র-জনতার আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। তাঁদের স্মৃতিকে সম্মান জানাতে আমাদের এই আয়োজন।”
শহীদগণের আত্মার মাগফিরাত কামনা করে কোম্পানির আওতাধীন সকল কার্যালয়ের মসজিদসমূহে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মহোদয়সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি পেট্রোবাংলার অধীন একটি জাতীয় প্রতিষ্ঠান, যা দেশের গ্যাস সরবরাহ ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।