
ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে মোছাঃ দিনু বেগম (৬০) নামে এক বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার অভিযোগে নিহতের দুই সৎ ছেলে জহিরুল ইসলাম (৩৫) ও নজরুল ইসলামকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-১১।
বুধবার (১৬ জুলাই) বিকেলে র্যাব-১১-এর অপস অফিসার মোঃ গোলাম মোর্শেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে মঙ্গলবার (১৫ জুলাই) গভীর রাতে মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বিবন্দী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব-১১। গ্রেফতারকৃতরা সিদ্ধিরগঞ্জের পশ্চিম কলাবাগ সাইলো গেট এলাকার ইসমাইল মিয়ার ছেলে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নিহত দিনু বেগমের ছেলে ইব্রাহিম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম।
মামলার সূত্রে জানা যায়, গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের পশ্চিম কলাবাগ সাইলো গেট সংলগ্ন এলাকায় নিহত নারীর স্বামী ইসমাইল মিয়ার বসতবাড়িতে প্রথম স্ত্রীর পরিবারের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে ঝগড়া-ঝাঁটি হয়। এ সময়ে ভিকটিম দিনু বেগমকে দুই ছেলে বেধড়ক মারধর করে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ঐ দিনই রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তদের সঙ্গে বাদী পক্ষের দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি ও অন্যান্য পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। ঘটনার পরপরই র্যাব-১১-এর সদস্যরা গোয়েন্দা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেফতার করতে সক্ষম হন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, জমিজমার ঝামেলা নিয়ে ইসমাইল মিয়ার প্রথম স্ত্রী ও ছেলেদের সঙ্গে ভিকটিমের মারামারি হয়। এতে ভিকটিম গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় দিনু বেগমের মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের ছেলে ইব্রাহিম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
ইমরান