
ছবি: জনকণ্ঠ
"ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন" এই স্লোগানে বিশ্ব জনসংখ্যা দিবসে ভোলা জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদের প্রশাসক ২০২৫ নির্বাচিত হয়েছেন চরফ্যাশন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি।
চরফ্যাশন উপজেলায় পরিবার পরিকল্পনার সার্বিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ভোলা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় তাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে পুরস্কৃত করেন। বুধবার (১৬ জুলাই) দুপুর ১টায় চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা পরিষদের প্রশাসক রাসনা শারমিন মিথি'র কাছে পুরস্কারের সম্মাননা স্মারক ও ক্রেস্ট পৌছে দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছালাউদ্দিন আহমেদ।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছালাউদ্দিন আহমেদ জনকন্ঠকে বলেন, ভোলার বৃহত্তম উপজেলা চরফ্যাসনের দুর্গম চরাঞ্চল সহ বিভিন্ন এলাকার মা শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় আমাদেরকে সার্বিক সহায়তা করেছেন উপজেলা পরিষদের প্রশাসক রাসনা শারমিন মিথি । তিনি সবসময় পরিবার পরিকল্পনায় আমাদের কাজে সুন্দর ভাবে তদারকি করে, পরামর্শ দিয়ে পাশে থেকেছেন। যে কোন দুর্যোগে মা ও শিশুদেরকে স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা করতে আমাদের সাথে সরাসরি বৈঠক করে সঠিক পরিপল্পনা প্রণয়নে ভূমিকা রেখেছেন। যার ফলস্বরূপ তিনি ভোলা জেলায় উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ।
চরফ্যাশন উপজেলা পরিষদের প্রশাসক ও ইউএনও রাসনা শারমিন মিথি বলেন, দায়িত্ববোধ থেকে উপজেলার মা ও শিশুদের জন্য কাজ করছি। ভালো কাজের পুরস্কার কাজকে এগিয়ে নিতে উৎসাহিত করে।