ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

উচ্চ জোয়ারে ফেরিঘাট প্লাবিত, ভোলায় যান চলাচলে ধীরগতি

হাসিব রহমান, ভোলা

প্রকাশিত: ১৮:০০, ১৬ জুলাই ২০২৫

উচ্চ জোয়ারে ফেরিঘাট প্লাবিত, ভোলায় যান চলাচলে ধীরগতি

ছবি: জনকণ্ঠ

উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় মেঘনা নদীর পানি বিপদসীমার ওপর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে আজ বুধবার সকালে ভোলার মেঘনা নদীর পানির চাপ বৃদ্ধি পাওয়ায় ইলিশ ফেরি ঘাট জোয়ার পানিতে প্লাবিত হয়েছে। এতে করে ফেরি যানবাহন ওঠা নামার পথ পানিতে তলিয়ে যায়। এর ফলে যানবাহন ফেরিতে ওঠা নামা করতে ব্যহত হয়। বাধ্য হয়ে যাত্রীরা নৌকা করে ফেরিতে উঠতে হয়।

ভোলা ফেরি সার্ভিস এর ব্যবস্থাপক কাওসার হোসেন জানান, অতি জোয়ার পানিতে গত ১ সপ্তাহ ধরে ইলিশা ফেরি ঘাটের লো ওয়াটার ঘাট তলিয়ে যায়। প্রতিনিধি সকল ও বিকাল দুই বেলা ৩/৪ ঘন্টা এঅবস্থা সৃষ্টি হয়। এ সময় ফেরিতে যাত্রীদের উঠা নামা ব্যহত হয়। তবে তখন একটি মাত্র হাই ওয়াটার ঘাট দিয়ে ফেরি যানবাহন চলাচল করলেও সময় বেশী লাগে।


ভোলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসানুজ্জামান জানান, তাদের সবশেষে পর্যবেক্ষণ রিপোর্ট অনুযায়ী ভোলার মেঘনা নদীর পানি বিপদসীমার ৬২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।


বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দরের পরিবহন পরিদর্শক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানিয়েছেন,   সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলায় আজ বুধবার সকল সাড়ে ১০ টা থেকে ভোলার ১০ নৌ রুটে লঞ্চ ও সি-ট্রাক চলাচল চালুর অনুমতি দেয়া হয়েছে।

শিহাব

×