ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

পায়ের তলায় এই সংকেত মানে লিভারের সমস্যা, সাবধান হোন এখনই

প্রকাশিত: ১৪:১৭, ১৫ জুলাই ২০২৫

পায়ের তলায় এই সংকেত মানে লিভারের সমস্যা, সাবধান হোন এখনই

ছবি: সংগৃহীত

লিভার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, যা বিষাক্ত পদার্থ নিঃসরণ, হজমে সহায়তা এবং বিপাকীয় কার্যক্রমে মুখ্য ভূমিকা রাখে। তবে সাম্প্রতিক বছরগুলোতে হেপাটাইটিস, ফ্যাটি লিভার এবং সিরোসিসের মতো রোগ বাড়তে থাকায় চিকিৎসকরা লিভার স্বাস্থ্য নিয়ে আরও বেশি সচেতনতা তৈরির পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে পায়ের তলায় কিছু লক্ষণ দেখা গেলে তা হতে পারে লিভারের মারাত্মক সমস্যার অশনি সংকেত।

পায়ের গোড়ালি ও তলদেশে ফোলা? হতে পারে সিরোসিস বা লিভার ক্যান্সারের শুরু
বিশেষজ্ঞদের মতে, যদি হঠাৎ করে পায়ের গোড়ালি কিংবা তলার অংশে অস্বাভাবিক ফোলাভাব দেখা যায়, তবে তা হেপাটাইটিস বি, সি কিংবা সিরোসিসের পূর্বাভাস হতে পারে। এই অবস্থায় শরীরে তরল জমে থাকার প্রবণতা দেখা দেয়, যা মূলত লিভারের স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত হওয়ার ফলে হয়। সময়মতো চিকিৎসা না নিলে এই সমস্যা লিভার ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়াতে পারে।

চুলকানি: উপেক্ষা করলেই বিপদ

হেপাটাইটিস কিংবা অন্যান্য লিভার ডিজঅর্ডারে পায়ের তলায় চুলকানি একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ উপসর্গ। চিকিৎসাশাস্ত্রে একে বলা হয় প্রুরিটাস। এটি এমন এক অবস্থা, যেখানে হাত ও পায়ের ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গিয়ে তীব্র চুলকানি সৃষ্টি করে। শুধু শুষ্কতা নয়, লিভারের ক্ষতির কারণে ত্বকে বিলিরুবিন জমা হয়ে এই উপসর্গ দেখা দিতে পারে।

কি করবেন এমন হলে?

🔹 পায়ে ফোলা বা চুলকানি দেখা দিলে অবহেলা না করে দ্রুত হেপাটাইটিস ও লিভার ফাংশনের পরীক্ষা করানো জরুরি।

🔹 বেশি পানি পান, কম চর্বিযুক্ত খাবার গ্রহণ এবং মদ্যপান থেকে বিরত থাকা লিভারের স্বাস্থ্য রক্ষায় সহায়ক হতে পারে।

🔹 চুলকানি প্রশমনে ময়েশ্চারাইজার ব্যবহার করুন, তবে কোনো ওষুধ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন।


চিকিৎসকরা বারবার বলছেন, লিভারের সমস্যা প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে তা নিয়ন্ত্রণ সম্ভব। তাই শরীরের ছোট ছোট সংকেতগুলোকে গুরুত্ব দিন, বিশেষ করে যদি তা পায়ের তলায় দেখা দেয়।

Mily

×