ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বিএনপি ও তারেক রহমানকে কটুক্তির অভিযোগে কঠোর প্রতিবাদ

লুবনা শারমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৯:৩২, ১৫ জুলাই ২০২৫; আপডেট: ১৯:৪০, ১৫ জুলাই ২০২৫

বিএনপি ও তারেক রহমানকে কটুক্তির অভিযোগে কঠোর  প্রতিবাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীন, কুরুচিপূর্ণ স্লোগান দেয়ায় প্রতিবাদ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সদস্যবৃন্দ। আজ মঙ্গলবার রাবি ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গত ০৯ জুলাই ঢাকার মিটফোর্ডে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সম্মুখে ব্যবসায়িক দ্বন্দ্বে নৃশংসভাবে পৈশাচিক কায়দায় পাথর মেরে ভাঙ্গারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে হত্যার ঘটনায় ইউট্যাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় গভীরভাবে মর্মাহত এবং আইন-শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় চরম উদ্বিগ্ন।

আরও বলা হয়, বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় প্রকৃত ঘটনাকে আড়াল করে একটি গুপ্ত সংগঠন জুলাই বিপ্লবের কূশীলব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে অশ্লীল স্লোগান ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে অস্থিতিশীল করার ঘৃণ্য চক্রান্তে লিপ্ত রয়েছে। পুলিশি তদন্তে হত্যাকাণ্ডটি ব্যবসায়িক দ্বন্দ্বে সংগঠিত হলেও উক্ত সংগঠনটি চাঁদাবাজির কল্পকাহিনী তৈরি করে দলীয় বিভেদ সৃষ্টির মাধ্যমে প্রকৃত খুনিদের আড়াল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। প্রকৃতপক্ষে জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই উক্ত সংগঠনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিতর্কিত করার হীন প্রচেষ্টা অব্যাহত রাখছে। এবং একইভাবে গত ১০ জুলাই সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানকে গুলি করে ও রগ কেটে হত্যা নিশ্চিত করে পরিকল্পিতভাবে বিএনপিকেই দায়ী করার ব্যর্থ চেষ্টা করা হয়েছে। অথচ বিএনপি এ ধরনের যেকোন হত্যা, সন্ত্রাস ও অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। দল বারংবার বলছে, ব্যক্তির সংঘটিত অপরাধের দায় দল নেবে না। 

বিজ্ঞাপ্তিতে বলা হয় যে, আইনশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস দমনের দায়িত্ব সরকারের। তবুও মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় দলীয় সংশ্লিষ্টতার অভিযোগে ইতিমধ্যে বিএনপির তিনটি অঙ্গ-সহযোগী সংগঠন থেকে ৫ জনকে আজীবনের জন্য বহিষ্কারের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার আহবান জানানো হয়েছে। এরপরও বিএনপিকে জড়িয়ে ও এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটানো এবং কুরুচিপূর্ণ স্লোগান দেওয়াটা দু:খজনক। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জুলাই আন্দোলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়,  চব্বিশের জুলাই-আগস্টের রক্তঝরা দিনগুলোতে ছাত্রজনতার আন্দোলনে সার্বিকভাবে পাশে ছিল বিএনপি এবং তারেক রহমান। শুধু বক্তব্য দিয়ে নয়, বরং অসংখ্য বিএনপি নেতাকর্মী মাঠে স্বশরীরে অংশগ্রহণ করে আন্দোলনকে উজ্জীবিত রেখেছিল। 

বিজ্ঞপ্তিতে ইউট্যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয় । একই সাথে অপরাজনীতি পরিহার করে সুষ্ঠু রাজনীতি চর্চার মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সকল সংগঠনের গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করা হয় ।

Jahan

×