ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষিবিদদের বিক্ষোভ 

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:১৪, ১৫ জুলাই ২০২৫

তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষিবিদদের বিক্ষোভ 

ছবি: দৈনিক জনকণ্ঠ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী কৃষিবিদ নেতৃবৃন্দ।

মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন হতে শুরু হয়ে ফার্মগেট মোড় প্রদক্ষিণ করে আবার কেআইবি চত্বরে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রতিবাদ সভায় জাতীয়তাবাদী কৃষিবিদ নেতা মোঃ এমদাদুল হক দুলুর নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিতি হওয়ায় তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় বক্তারা বলেন, বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা কখনোই সফল হবে না।  দেশবাসী যখন বিএনপির দিকে তাকিয়ে আছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষার প্রহর গুনছে তখন একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীসহ সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যারা কটূক্তি করছেন তাদেরকে অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান। 

প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ এমদাদুল হক দুলু, কৃষিবিদ শাহাদাত হোসেন চঞ্চল, কৃষিবিদ মাসুদুল হক, কৃষিবিদ শরিফ, কৃষিবিদ এসএমএ খালিদ, কৃষিবিদ শাহাদাত হোসেন, কৃষিবিদ শওকত ওসমান শামীম, কৃষিবিদ সোহরাব হোসেন সুজন, কৃষিবিদ আমান, কৃষিবিদ রাজিবুল ইসলাম রাজিব প্রমুখ। 

Mily

×