ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ইবি ছাত্রদল আহ্বায়ক

জামায়াতের ঠিকানা দিল্লি-পাকিস্তান

মোহাম্মদ সা’দ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ইসলামী বিশ্ববিদ্যালয় 

প্রকাশিত: ০০:৩২, ১৬ জুলাই ২০২৫

জামায়াতের ঠিকানা দিল্লি-পাকিস্তান

ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, "পাকিস্তানি শক্তি ৭১-এর মানবতাবিরোধী অপরাজিত শক্তিগুলো অর্থাৎ জামায়াত, যারা বলছে আমরা এই ষড়যন্ত্রমূলক স্বাধীনতা চাইনি। তারা বাংলাদেশকে ধারণ করে না। বিএনপির মতো দল যারা আমরা বাংলাদেশ গ্রহণ করি। আমাদের ঠিকানা বাংলাদেশ এর বাইরে আর কোন ঠিকানা নেই। তোমাদের ঠিকানা আছে পাকিস্তান। তোমাদের ঠিকানা আছে দিল্লি।

সোমবার (১৪ জুলাই) গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। 

তিনি আরো বলেন, "পতিত হাসিনা সরকার দিল্লি পালিয়ে আছে। আর এদিকে স্বৈরাচার, রাজাকার, ৭১-এর মানবতাবিরোধী শক্তি এবং ২৪-এর মানবতাবিরোধী শক্তি দু'জন মিলেমিশে একাকার হয়ে গেছে। বাংলাদেশের জাতীয়তাবাদ এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসীদের যে শক্তি আছে এই শক্তির প্রধান উপকরণ হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান। তাকে নিয়ে একটি বটচক্র, একটি পাকিস্তানি গোষ্ঠী তাকে নিয়ে হিউমুলেট হচ্ছে এবং বিভিন্ন অশ্লীল অসভ্য ভাষায় গালিগালাজ করছে। আমি দেখলাম বুয়েটের একটি জারজ সন্তান গালমন্দ করে হাসতে এবং আমাদের নেতা, আমাদের আশার ভরসার প্রতীক, যিনি শিশুকাল থেকে তার পিতাকে হারিয়েছেন। যিনি দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছে। বিগত সেনাবাহিনী সরকার তাকে নির্যাতন নিষ্পেষণ করেছিল। বর্তমানে তিনি লন্ডনে আছে চিকিৎসার জন্য আছে। তার মা বেগম খালেদা জিয়া দীর্ঘ দুই বছর কারাবাসে ছিলেন। পশ্চিম কারাগার এবং পুরাতন কারাগারে ছিলেন। তো আপনারা সবাই জানেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান কতটা নির্যাতিত এবং কতটা মজলুম।"

এসময় সংগঠনসমূহের নেতাকর্মীরা ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’, এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে, ‘জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিণ্ডি যাবে রাজাকার’, ‘রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার’, ‘স্বৈরাচার গেছে যেই পথে, রাজাকার যাবে সেই পথে’সহ বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের বিক্ষোভ সমাবেশে এবং একই দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

Mily

×