
দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার সকালে গোপালগঞ্জে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এ উপলক্ষ্যে স্থানীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি চলছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা সদরের পৌরপার্কের উন্মুক্ত মঞ্চে দলের জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হবে সভা।
জানা গেছে, এদিন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। গোপালগঞ্জের কর্মসূচি শেষ করে তারা মাদারীপুরের উদ্দেশ্যে রওনা হবেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য-সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য-সচিব সামান্তা শারমিন ও তাসনিম জারা এবং সিনিয়র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীসহ কেন্দ্রীয় এ সফরে অংশ নিবেন।
Mily