ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

এসএসসিতে সর্বোচ্চ নম্বর পেয়ে দুর্গাপুর উপজেলায় সেরা ফাতিন আহনাফ 

ফারুক আহমেদ তালুকদার, নেত্রকোণা

প্রকাশিত: ১৯:৩৩, ১৫ জুলাই ২০২৫

এসএসসিতে সর্বোচ্চ নম্বর পেয়ে দুর্গাপুর উপজেলায় সেরা ফাতিন আহনাফ 

সদ্য প্রকাশিত চলতি বছরের এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিভাগের ফলাফলে সর্বোচ্চ নম্বর পেয়ে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সেরা হয়েছে দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতিন আহনাফ। ফাতিন  আহনাফ পশ্চিম কাকৈরগড়া গ্রামের লুৎফর রহমান ও উম্মে কাউসার দম্পতির মেয়ে। 

দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিল্লাল হোসাইন বলেন, ফাতিন আহনাফ বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১৩০০ নম্বরের মধ্যে ‘এ’ প্লাসসহ ১২১৬ নম্বর পেয়ে উপজেলার মধ্যে সেরা হয়েছে। ফাতিন আহনাফ নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতো এবং মেধাবী ছিলো। তাঁর এই সাফল্যে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অনেক আনন্দিত।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন বলেন, এ বছর দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মোট ১৮জন জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ফাতিন আহনাফ সর্বোচ্চ নম্বর পেয়ে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ হয়েছে।

এ ব্যাপারে মেধাবী ফাতিন আহনাফ বলেন, এই ভালো ফলাফলের জন্য আমি আমার শিক্ষকমন্ডলীসহ বাবা-মায়ের প্রতি চিরকৃতজ্ঞ। তাদের দোয়া ও সহযোগিতার জন্যই আজ আমি এই ফলাফল অর্জন করতে পেরেছি। ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশ ও মানুষের সেবা করতে চাই। এ জন্য আমি সকলের দোয়া কামনা করছি।

রাজু

×