
পটুয়াখালীর কলাপাড়ায় পৌরশহর লাগোয়া টিয়াখালী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের বাসীন্দা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তরিকুল ইসলাম সুনানের বাড়িতে ডাকাতি হয়েছে। ৭-৮ জনের সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে সবাই কে হাত-পা মুখ বেধে জিম্মি করে ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুটে নেয়। এসময় ওই বাড়িতে থাকা আমেরিকা প্রবাসী নববধূকে চার ডাকাত পালাক্রমে ধর্ষণ করে।
রবিবার (১৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক দুই টা থেকে তিনটার মধ্যে এই ডাকাতি সংগঠিত হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সুনান জানান, একতলা ভবনের বারান্দার গ্রীল কেটে ডাকাতদল ঘরের সবাই কে এক কক্ষে নিয়ে হাত-পা ও চোখ মুখ বেধে জিম্মি করে ফেলে। চাবি নিয়ে আলমারি ও সুকেস খুলে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়। তার আমেরিকা প্রবাসী স্ত্রীকে অপর একটি কক্ষে নিয়ে ডাকাতরা পাশবিক নির্যাতন চালায়। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
গত মে মাসে আমেরিকা প্রবাসী সিলেটের বাসীন্দা ওই তরুণীকে শিক্ষক সুনান বিয়ে করেন। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলামসহ পটুয়াখালী ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
রিফাত