ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

বাকেরগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ২৩:২২, ১৪ জুলাই ২০২৫

বাকেরগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

জীবনের ঝুঁকি নিয়ে শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে  ২৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। উপজেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে ঝুঁকিপূর্ণ ২৩টি ভবন রয়েছে। আর অতি ঝুঁকিপূর্ণ রয়েছে উপজেলা শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। আর এই বিদ্যালয়টির ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান।
সরেজমিনে দেখা যায়, উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা প্রাচীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়টি অন্যতম। ১৯৪৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় এক হাজার শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়টিতে শিক্ষক-শিক্ষার্থীরা এক যুগ ধরে জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান চালিয়ে যাচ্ছেন জরাজীর্ণ একটি ঝুঁকিপূর্ণ ভবনে। বিদ্যালয় ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন থাকায় বর্তমানে তা চরমভাবে জীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ছাদে ফাটল, দেয়ালে চির ধরেছে, প্লাস্টার খসে পড়ছে প্রতিনিয়ত। একটু বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানি পড়ে  শ্রেণিকক্ষে। মাঝেমধ্যে ছাদের পলেস্তরা খসে পড়ছে শিক্ষার্থীদের মাথার ওপর যে কারণে ছোট বড় দুর্ঘটনা  লেগেই থাকে। যেকোনো সময় ভবনটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা রয়েছে। ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে অভিভাবকসহ বিদ্যালয়ের শিক্ষকরা সবাই উদ্বিগ্ন। এমন পরিস্থিতিতে বিদ্যালটিতে এক হাজার শিক্ষার্থীর জীবন ঝুঁকিতে রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরনেহার বেগম জানান, আমাদের বিদ্যালয়টির দীর্ঘ সময় ধরেই ঝুঁকিপূর্ণ। প্রত্যেকটা  শ্রেণিকক্ষ থেকেই দেয়াল ও ছাদের পলেস্তরা খসে পড়ছে। দরজা জানাগুলো ভাঙা। তিনটি শ্রেণিকক্ষে বর্তমানে পাঠদান বন্ধ রয়েছে। আমরা এখন শ্রেণিকক্ষ সংকটে রয়েছি। যে  কোনো সময় ভবন ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের একটি নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। এ অবস্থায় শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী দ্রুত ভবন সংস্কার করে নিরাপদ পরিবেশে শিক্ষার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, জনকণ্ঠকে জানান, উপজেলায় ২৩টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে। এর মধ্যে অন্যতম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। একটি নতুন ভবনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়েছে।

কক্সবাজার-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর গণসংযোগ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং কক্সবাজার জেলা জামায়াতের আমির মাওলানা নুর আহমদ আনোয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে উখিয়া স্টেশনে গণসংযোগ করেছেন। রবিবার বিকেল ও সন্ধ্যায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। গণসংযোগে মাওলানা নুর আহমদ আনোয়ারির সঙ্গে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল, উপজেলা জামায়াতের ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন শাখার দায়িত্বশীল ও নেতৃবৃন্দ। উখিয়া স্টেশন এলাকার দোকানপাটে গিয়ে তিনি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সংকট ও সামাজিক ন্যায়ের প্রশ্নে মতবিনিময় করেন।
এদিকে উখিয়ার বিভিন্ন ব্যবসায়ী ও পথচারীরা জামায়াত প্রার্থীর এই সরাসরি সংযোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। অনেকেই তাকে এলাকার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার কথা জানান এবং নির্বাচিত হলে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এবারের নির্বাচনে উখিয়া-টেকনাফ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা নুর আহমদ আনোয়ারির সরব ও ধারাবাহিক মাঠ উপস্থিতি এলাকায় একটি ভিন্ন রাজনৈতিক বার্তা ছড়াচ্ছে। তার শান্তিপূর্ণ ও সরাসরি জনসংযোগে জনগণের মাঝে গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেছেন অনেক সচেতন নাগরিক। উল্লেখ্য, কক্সবাজার জেলা জামায়াতের আমির হিসেবে দীর্ঘদিন ধরে মাওলানা নুর আহমদ আনোয়ারি সৎ চেয়ারম্যান হিসেবে  নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি ইসলামী মূল্যবোধ ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মাঠে সক্রিয় রাজনীতির জন্য পরিচিত।

প্যানেল

×