ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

কোন অপপ্রচারে বিএনপিকে দমানো যাবেনা: আলতাফ হোসেন খোকন

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ০০:৪৫, ১৫ জুলাই ২০২৫

কোন অপপ্রচারে বিএনপিকে দমানো যাবেনা: আলতাফ হোসেন খোকন

রাজধানী ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় দেশের বিভিন্নস্থানে কয়েকটি রাজনৈতিক দল ষড়যন্ত্রমূলক ভাবে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়ে তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বরিশালের হিজলা উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গসংগঠনের আয়োজনে সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন খোকনের নেতৃত্বে উপজেলা মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিল শেষে উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন খোকন বলেন, দেশের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করতে কয়েকটি রাজনৈতিক দল উঠেপড়ে লেগেছে। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে যে মুহুর্তে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই মুহুর্তে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপির মতো কিছু রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে স্বার্থগত অপপ্রচারে লিপ্ত হচ্ছে।

তিনি আরও বলেন, ওইসব রাজনৈতিক দলের নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে এখন অপপ্রচার শুরু করেছে। কোন অপপ্রচারে বিএনপিকে দমানো যাবেনা বলেও তিনি উল্লেখ করেন।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আফসার উদ্দিন হাওলাদার, আলী আহমদ হাওলাদার, হিজলা গৌরবদী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোলাইমান জমাদার, ধুলখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক, বড়জালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল সরদার, উপজেলা মহিলা দলের সভাপতি নাসরিন খানম, উপজেলা যুবদল নেতা কামাল সরদার, মীর মাহফুজুর রহমান এলিট, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আল আমিন মৃধা, হিজলা কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদুল ইসলাম জিসান প্রমুখ।

 

রিফাত

×