ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩:২৮, ১৪ জুলাই ২০২৫

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কক্সবাজারে বিজয় সরণি সড়কের হোটেল শৈবাল সংলগ্ন স্থানে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

দেশের বিভিন্নস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। জনকণ্ঠের স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সাংবদদাতাদের পাঠানো খবর।
কক্সবাজার ॥ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাইযোদ্ধাদের রক্তের ওপর নতুন বাংলাদেশ তৈরি হয়েছে। তাদেরকে শুধু তারিখে তারিখে নয়, প্রতিনিয়ত স্মরণ করতে হবে। জুলাইযোদ্ধাদের অবদানের কারণেই আজ আমরা স্বৈরাচারমুক্ত একটি দেশ পেয়েছি। সোমবার কক্সবাজারে বিজয় সরণি সড়কের হোটেল শৈবাল সংলগ্ন স্থানে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, জুলাইযোদ্ধাদের আত্মত্যাগের স্মারক এটি। এই স্মৃতিস্তম্ভের মাধ্যমে স্বজন হারানো পরিবারগুলোও যেন স্মৃতিচারণ করতে পারে সেই ব্যবস্থাও করতে হবে। উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ও জুলাই যোদ্ধারা। পরে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহত জুলাইযোদ্ধাদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। স্তম্ভটির নির্মাণ ও রক্ষণাবেক্ষণে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন।
যশোর অফিস ॥ যশোরের বকুলতলায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার  বেলা ১১টায় যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম স্মৃতিস্তম্ভ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন।
যশোরের বকুলতলায় যেখানে বঙ্গবন্ধু ম্যুরাল ছিল, সেই স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়েছে। উদ্বোধনকালে জানানো হয়, আগামী ৫ আগস্ট স্মৃতিস্তম্ভটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। অনুষ্ঠানে অংশ নেন জুলাই আন্দোলনের যোদ্ধারা, নিহত যোদ্ধাদের পরিবার, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। শুরুতেই নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিকী, নাগরিক পার্টির নেতা নুরুজ্জামান, জুলাই আন্দোলনে নিহত আব্দুল্লার পিতা আব্দুল জব্বার, জুলাই যোদ্ধা মাসুম বিল্লাহ ও আহাদ।
গোপালগঞ্জ ॥  জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার স্মরণে গোপালগঞ্জ জেলার স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ শহরের শেখ কামাল স্টেডিয়ামের সম্মুখভাগে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ সংলগ্ন খোলা জায়গায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান (যুগ্ম-সচিব) এবং জেলার পুলিশ সুপার মিজানুর রহমান ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম কবির, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম, পানি উন্নয়ন অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম রিফাত জামিল, আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মজিবুল হক, জেলা বিএনপি’র আহবায়ক শরীফ রাফিকুজ্জামান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মঈনুল ইসলাম ওরফে মাঈন উদ্দিনের মা মাহফুজা বেগম এবং সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন। ফলক উন্মোচন শেষে সবাই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন।
মাগুরা ॥ মাগুরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মাগুরা-ঢাকা মহাসড়কের মাগুরা শহরের ঢাকারোড পানি উন্নয়ন বোর্ড এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মাগুরার জেলা প্রশাসক অহিদুল ইসলাম। এ সময় মাগুরার পুলিশ সুপার মীনা মাহমুদা, সিভিল সার্জন ডা. শামীম কবিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্য , বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  
খাগড়াছড়ি ॥ জাতীয় কর্মসূচি হিসেবে খাগড়াছড়িতেও জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ ২০২৫-এর অংশ হিসেবে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম।
এ সময় পুলিশ সুপার আরেফিন জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্যানেল

×