
.
প্রায় দুই বছরের ইসরাইলি আগ্রাসনে গাজা যেন মৃত্যুপুরী। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অবরুদ্ধ উপত্যকাটিতে প্রাণহানি ঘটেছে ৫৮ হাজারেরও বেশি। এদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। বাদ যায়নি সাংবাদিক, চিকিৎসক, ত্রাণ বিতরণকারী স্বেচ্ছাসেবী ও মানবাধিকার কর্মীরাও।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, সোমবার ইসরাইলি বিমান হামলায় অন্তত ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে গাজার উত্তরে ইসরাইলি বাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে উভয় পক্ষ।
ইসরাইল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে ২১ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে। সম্প্রতি কাতারে ইসরাইল ও হামাসের মধ্যে এক সপ্তাহব্যাপী পরোক্ষ যুদ্ধবিরতির আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর এই সহিংসতা শুরু হয়েছে।
রবিবারও উপত্যকার একটি ব্যস্ত বাজার এবং একটি পানি বিতরণ কেন্দ্রে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনিকে। আর এর মধ্য দিয়ে গাজায় ইসরাইলি বর্বরতায় মৃতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়ে গেছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার গাজা সিটির বাজারে ইসরাইলি হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে বিশিষ্ট চিকিৎসক আহমেদ কান্দিলও রয়েছেন। এ ছাড়া কেন্দ্রীয় নুসেইরাত শরণার্থী শিবিরে একটি পানি সংগ্রহস্থলে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১০ জন নিহত হন।
চিকিৎসা সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে সাত শিশুও ছিল যারা খাবার পানি সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়েছিল। ওই হামলায় আরও কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন।
গাজা সিটির বাজারে হামলার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী এখনো কোনো মন্তব্য করেনি। তবে তাদের দাবি, নুসেইরাতে আক্রমণটি একজন ফিলিস্তিনি যোদ্ধাকে লক্ষ্য করে করা হয়েছিল এবং কারিগরি ত্রæটির কারণে এটি লক্ষ্যভ্রষ্ট হয়। ইসরাইলের এমন দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
শুধু পানি আনতে গিয়েই ৭০০ ফিলিস্তিনি নিহত \ গাজায় পানি নেওয়ার জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলায় শিশুসহ ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির মিডিয়া অফিস। তারা বলছে, ‘পরিকল্পিত তৃষ্ণা যুদ্ধের’ অংশ হিসেবে ইসরাইলি সেনাবাহিনী এসব হামলা চালিয়েছে। খবর আলজাজিরার।
এক বিবৃতিতে মিডিয়া অফিস জানিয়েছে, ১১২টি মিষ্টি জলের ভরাট কেন্দ্র এবং ৭২০টি জলক‚প ইচ্ছাকৃতভাবে ধ্বংস করেছে ইসরাইলি সেনাবাহিনী। এর ফলে ১২.৫ মিলিয়নের বেশি মানুষ বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। তবে কতদিনে এই সংখ্যক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে সে তথ্য জানায়নি সংবাদমাধ্যমটি।
প্যানেল