ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

স্বার্থান্বেষী মহল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: অভি

নিজস্ব সংবাদদাতা, ধামরাই, ঢাকা

প্রকাশিত: ০৮:১৮, ১৬ জুলাই ২০২৫; আপডেট: ০৮:৩৪, ১৬ জুলাই ২০২৫

স্বার্থান্বেষী মহল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: অভি

ছবি: জনকণ্ঠ

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেছেন, গত ১৭ বছর একটি স্বার্থান্বেষী মহল বিএনপির ছায়াতলে থেকে পরিপুষ্ট হয়ে আজকে তারা অন্যান্য দলের সঙ্গে মিশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সারা দেশে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিক্ষোভ মিছিলটি যাত্রাবাড়ী এলাকা থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাস স্ট্যান্ডে এসে শেষ হয়।

নাজমুল হাসান অভি বলেন, “রাতের আঁধারে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা যে মিছিল করেছে, সেখানে তারা সরকারের ব্যর্থতা দেখে না। তারা এটিকে রাজনৈতিক ইস্যু বানিয়ে তারেক রহমানকে জড়িয়ে যে লজ্জাজনক অপপ্রচার চালিয়েছে, সেটি দ্বারাই প্রমাণিত হয়—এই নির্দলীয় সরকার এরই মধ্যে তার নিরপেক্ষতা হারিয়েছে।”

তিনি আরও বলেন, “আজকে আপনারা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছেন। সারা বাংলাদেশে যে কোনো আসনে বিএনপির একজন কর্মীর সঙ্গে নির্বাচন করে জিতে দেখান, তারপর তারেক রহমানকে নিয়ে কথা বলবেন। আপনারা যদি জিততে পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।”

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রাসেল খান, ঢাকা জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম সুমন, রাকিবুজ্জামান রাকিব, নাজমুল হোসেন, রাশেদ মিয়া, সাদেক মাহমুদ সাদি, জিল্লুর রহমানসহ ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের দশটি ইউনিটের আহ্বায়ক ও সদস্য সচিব উপস্থিত ছিলেন।

মুমু ২

×