
বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকালে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পাঁচরাস্তার মোড়ে এসে এক সমাবেশে পরিণত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু। তিনি বলেন, “এনসিপি এখনো আঁতুড়ঘর থেকেই বের হতে পারেনি। তারা বিএনপি ও তারেক রহমানকে টার্গেট করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জামায়াত ও এনসিপি মিলে আবারও নির্বাচনী চক্রান্ত শুরু করেছে।”
তিনি আরও বলেন, আমরা সবাই মিলে হাসিনা-মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম। সেই আন্দোলনে দেশের জনগণসহ সব রাজনৈতিক দল অংশ নিয়েছিল। অথচ এখন কেউ কেউ নিজেদের আন্দোলনের দাবিদার হিসেবে প্রপাগান্ডা ছড়াচ্ছে। বিএনপির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র ও অপপ্রচার সহ্য করা হবে না।
তিনি ১৯৯৬ সালে জামায়াতের ষড়যন্ত্রের প্রসঙ্গ টেনে সতর্ক করে বলেন, আপনারা যদি গায়ে পড়ে বিএনপিকে আক্রমণ করেন, তবে জবাব দেওয়া হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম কবির, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন বিদ্যুৎ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রঞ্জু, পৌর যুবদলের সাবেক সভাপতি আবু জাফর মতিন, আব্দুর রাজ্জাক বাচ্চু প্রমুখ।
সমাবেশটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক মেজবাউল রহমান পিন্টু।
সানজানা