
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)- এর ঢাকা মহানগর উত্তরের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. দেলোয়ার হোসেন দ্বীপ ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আতিকুর রহমান খান।
সোমবার (১৩ জুলাই) এই কমিটি অনুমোদন করেন সংগঠনটির চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ফাইজাল ও মহাসচিব শফিকুল ইসলাম। অনুমোদিত এই কমিটিতে ৩০ জনকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন কমিটিতে তরুণ নেতৃত্বকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আলী ইমাম আশিক, সহ-সভাপতি পদে রাখা হয়েছে মো. আব্দুল বাতেন, মো. আতাউর রহমান ও মো. আবু জাফর হীরাকে। এছাড়া সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয়েছে ইসমাইল হোসেন রানাকে, যুগ্ম সম্পাদক হিসেবে আছেন মো. শরীফ হোসেন ও একরাম হোসেন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. উজ্জ্বল হোসাইন, আর সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে জায়গা পেয়েছেন নেছার উদ্দিন, মো. মোখলেছুর রহমান ও আবু হেনা মোস্তফা কামাল রাজিব।
প্রচার সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যদা) হিসেবে আছেন হোসেন মোহাম্মদ সোহেল এবং সহ-প্রচার সম্পাদক করা হয়েছে সোহেল আহমেদ, দিদার হোসেন, আল মোমেন ও তানজীম খান দীপ।
দপ্তর সম্পাদকের (যুগ্ম সম্পাদক পদমর্যদা) দায়িত্ব পেয়েছেন হায়দার আলী। সহ দপ্তর সম্পাদক করা হয়েছে- তোফায়েল হোসেন শিমিন ও মো. সাজ্জাদ হোসেন শাওন।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক করা হয়েছে মো. সিফাতকে। সহ- তথ্য ও প্রযুক্তি সম্পাদক করা হয়েছে- নাইমুর রহমান, নাঈম আল নূর, মো. আফতাব উদ্দিন আরিফ ও ইঞ্জিনিয়ার মো. আজহারউদ্দিন।
আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট এনাউল হক। ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সানোয়ার তালুকদার ছোটন। সহ- ছাত্র বিষয়ক সম্পাদক করা হয়েছে- শাহজাহান হোসেন ফকির, ফজলে বাপ্পী দেওয়ান ও ফরিদুল ইসলাম পিয়াসকে।
উল্লেখ্য, আগামী ৩০ দিনের মধ্যে ঢাকা মহানগর (উত্তর) অঞ্চলের প্রতিটি থানায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে আগামী ৬০ দিনের মধ্যে ঢাকা মহানগর (উত্তর) অধীনস্ত শাখা সমূহের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়।
এদিকে, নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গুলশান থানা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক আমিনুল ইসলাম মৃধা। সংগঠনের পক্ষ থেকেও নতুন নেতৃত্বকে শুভকামনা জানানো হয়।
রাজু