
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক স্ট্যাটাসে বলেছেন, ওদের উপর হামলা হইছে। জান বাঁচবে কি না সন্দেহ। এই বাঁচা মরার লড়াইয়েও সবার আগে বন্ধ করার কথা বলতেছে নির্বাচন।
খেলাটা কোত্থেকে শুরু করে কোথায় গিয়ে থামবে এইটা যদি আগে থেকেই ঠিক করা থাকে, তাহলে জান বাঁচানোর আগে সেই কথাটাই মুখ দিয়ে বের হবে যেটার প্রিপ্ল্যান করা ছিলো! কীভাবে জান বাঁচবে আর কীভাবে লীগ দমন করবা সেটা আগে বলো।
রিফাত