ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের কমিটি পুনর্গঠন

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

প্রকাশিত: ২০:০১, ১৬ জুলাই ২০২৫

মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের কমিটি পুনর্গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার মজলিসে শুরার অধিবেশন শহরের একটি রেস্টুরেন্ট হল রুমে অনুষ্ঠিত হয়। বুধবার জেলা সভাপতি শায়খুল হাদীস মুফতি হাবিবুর রহমান কাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি হিফজুর রহমান হেলালের পরিচালনায় শুরা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মুহসিনুল হাসান, কেন্দ্রীয় শুরা সদস্য ও আরব আমিরাত শাখা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম ইয়াহইয়া, সিলেট মহানগর সভাপতি গাজী মাওলানা রহমতুল্লাহ। 


উপস্থিত শুরা সদস্যরা গোপন ব্যালট ভোট এর মাধ্যমে ২০২৫-২০২৬ সেশনের মুফতী হাবিবুর রহমান ক্বাসেমী সভাপতি ও মুফতী হিফজুর রহমান হেলাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর পর শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে  ৪৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি পুনর্গঠন করা হয়। উক্ত অধিবেশনে মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল উপজেলা শাখার সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন শাখার দায়িত্বশীলরা।

 
অত:পর জেলা শাখার  সাংগঠনিক কার্যক্রমের রিপোর্ট পেশ করেন জেলা সাধারণ সম্পাদক  মুফতী হিফজুর রহমান হেলাল, জেলা শাখার বায়তুলমাল এর আয়-ব্যয়ের রিপোর্ট উপস্থাপন করেন বায়তুল মাল সম্পাদক মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ খেলাফত যুব মজলিস এর রিপোর্ট পেশ করেন জেলা সংগঠন সম্পাদক শাহিদুল ইসলাম তালহা, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এর কার্যক্রমের রিপোর্ট পেশ করেন জেলা সাংগঠনিক সম্পাদক মোল্লা ইয়াকুব বিন বশির।

আঁখি

আরো পড়ুন  

×