ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে: রাশেদ প্রধান

প্রকাশিত: ১৯:৫১, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে: রাশেদ প্রধান

ছবি: সংগৃহীত

দিল্লির আশ্বাসে আওয়ামী লীগ সরকার এখনও ক্ষমতার দাপট দেখিয়ে চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেন, “পুলিশ হত্যার বিচারের কথা বলে নিজেরাই পুলিশের ওপর হামলা চালাচ্ছে। এই দেশ আর দিল্লির মুখপাত্র খুনি হাসিনার নয়—এ দেশ এখন মুগ্ধ, ওয়াসিম ও আবু সাইদের।”

তিনি আরও বলেন, “দেশবাসীকে প্রস্তুতি নিতে হবে—গোপালকে দিল্লি পাঠিয়ে গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জে রূপান্তর করতে হবে।”

মঙ্গলবার (১৬ জুলাই) রংপুরের পায়রা চত্বরে জাগপা’র মাসব্যাপী ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মরণ ও আগামীর বাংলাদেশ’ কর্মসূচির ১৬তম দিনে এক পথসভায় এসব কথা বলেন তিনি। কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সভার আগে শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাগপা নেতারা তার কবর জিয়ারত করেন।

পথসভায় রাশেদ প্রধান বলেন, “গোপালগঞ্জে দফায় দফায় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ডে আবারও প্রমাণ হয়েছে—তাদের অপরাজনীতি দেশের জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে।”

তিনি শহীদ আবু সাইদের শাহাদাত বার্ষিকীতে সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদারের আহ্বান জানিয়ে বলেন, “আমাদের শপথ নিতে হবে—খুনি হাসিনা ও তার সহযোগীদের বিচার, দল হিসেবে আওয়ামী লীগের রাজনৈতিক শাস্তি এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।”

ভারতীয় আগ্রাসনবিরোধী কর্মসূচির অংশ হিসেবে জাগপা আগামী ৬ আগস্ট ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচিরও ঘোষণা দিয়েছে। তারা ‘গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত চাওয়ার’ দাবিতে এ কর্মসূচি পালন করবে বলে জানায়।

শিহাব

আরো পড়ুন  

×