ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা মজলিসে শুরা সদস্য মাওলানা আবদুল হামীদ

আমাদের দেশে সংখ্যালঘু বলে কোন কথা থাকবে না

শরিফুল রোমান, মুকসুদপুর, গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪:১৬, ১৬ জুলাই ২০২৫; আপডেট: ১৪:১৭, ১৬ জুলাই ২০২৫

আমাদের দেশে সংখ্যালঘু বলে কোন কথা থাকবে না

ছবি- দৈনিক জনকণ্ঠ

"আমাদের দেশে সংখ্যালঘু বলে কোন কথা থাকবে না। জামায়াতে ইসলামী দুঃখি মানুষের পাশে থাকে। আমাদের দেশে নির্যাতিত এবং নিপীড়িত মানুষ যেখানে থাকবে তার পাশে জামায়াতে ইসলামী থাকবে। এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। ইনশাআল্লাহ। আপনারা যদি আমাকে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলে মিলে ভোট দেন তাহলে আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারবো। সদস্য নির্বাচিত হলে আমি সংসদে গিয়ে আপনাদের পক্ষ হয়ে ন্যায্য অধিকার আদায়ের কথা বলবো। আগামী সংসদ নির্বাচনে জামাতে ইসলামকে ভোট দিয়ে সংসদে কথা বলার সুযোগ করে দিলে কৃতজ্ঞ থাকবো।" বুধবার (১৬ জুলাই) দুপুরে মুকসুদপুরের সালিনাবক্স দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা মজলিসে শুরা সদস্য মাওলানা আবদুল হামীদ এসব কথা বলেন।  

সভায় সভাপতিত্ব করেন সালিনাবক্স দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ও জামায়াতে ইসলামী কাশিয়ানী উপজেলা শাখার প্রচার সম্পাদক মোঃ আশরাফউজ্জামান ফারুকীর সভাপতিত্বে বক্তৃতা করেন জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারী মোহাম্মাদ আল-মাসুদ খান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রেজাউল করিম।

এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মুকসুদপুর উপজেলা শাখার আইন আদালত বিষয়ক সম্পাদক আবু তালিব ফরাজী, জামায়াতে ইসলামী মহেশপুর ইউনিয়নের সেক্রেটারী মোঃ আমিরুল ইসলাম, পশারগাতী ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে তিনি সালিনাবক্স প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের সাথে ও পরে সুরুপি সালিনাবক্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। এছাড়া তিনি মুকসুদপুর উপজেলার সালিনাবক্স বাজারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। 
 

নোভা

×