ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

কুয়াকাটায় জাতীয়তাবাদী ওলামা দলের

আহ্বায়ক কমিটি ঘোষণার ২৪ ঘণ্টায় তিন জনের পদত্যাগ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৫:০৬, ১৬ জুলাই ২০২৫

আহ্বায়ক কমিটি ঘোষণার ২৪ ঘণ্টায় তিন জনের পদত্যাগ

জাতীয়তাবাদী ওলামা দল কুয়াকাটা পৌর শাখার পাঁচ সদস্যের একটি আংশিক আহ্বায়ক কমিটি গঠনের একদিন পরই (২৪ ঘণ্টার ব্যবধানে) তিন সদস্য পদত্যাগ করেছেন। এ কমিটিতে মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেনকে আহ্বায়ক এবং আবু হানিফকে সদস্য সচিব করা হয়। কিন্তু কমিটি গঠনের একদিন পরে রবিবার এ কমিটি থেকে পদত্যাগ করেছেন ২ নম্বর সদস্য ক্বারী মো. নজরুল ইসলাম, ৩ নম্বর সদস্য হাফেজ মো. মশিউর রহমান এবং ৪ নম্বর সদস্য মাওলানা মো. মাহবুবুর রহমান।

এর আগে শনিবার (১২ জুলাই) পটুয়াখালী জেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব মাওলানা এ কে এম আব্দুস সালাম ও সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা মো. জিহাদুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
লিখিত পদত্যাগপত্রে তিন জন সদস্য উল্লেখ করেছেন, কমিটি গঠনের বিষয়ে তাদেরকে অবগত করা হয়নি। তাদের সম্মতি ছাড়াই নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি তারা সম্পূর্ণভাবে অজ্ঞাত থাকায় এবং নীতিগত কারণে তারা স্বেচ্ছায় কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগকারী সদস্যরা সকলেই পূর্বের কমিটিতে ছিলেন। ক্বারী নজরুল ইসলাম পৌর ওলামা দলের সাবেক আহ্বায়ক, মাওলানা মাহবুবুর রহমান সদস্য সচিব এবং হাফেজ মশিউর রহমান সদস্য ছিলেন।
তারা উল্লেখ করেছেন, নতুন কমিটি গঠনে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন বার্তা পেয়ে বিষয়টি জানতে পারেন। এমন আচরণ নীতিবিরুদ্ধ বলেও তারা মন্তব্য করেন। কমিটির দুই ব্যক্তি নিজেদের পছন্দমতো পদ গ্রহণ করেছেন এবং কুয়াকাটা পৌর বিএনপির সিনিয়র নেতারা অনেকেই এ বিষয়ে কিছু জানেন না বলেও মন্তব্য করেন। তারা সকলের সম্মতিক্রমে একটি গ্রহণযোগ্য ও সম্মানজনক কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা এ কে এম আব্দুস সালাম গণমাধ্যমকে জানান, যারা পদত্যাগ করেছেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এ কমিটি কেন্দ্রীয়ভাবে অনুমোদিত।

সানজানা

×