ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

নজর ঘুরিয়ে ‘চিনি ছাড়া দে লাড়া’ দিয়ে দায় সারা যাবে- এমনটা কেউ ভাবলে ভুল করছেন

প্রকাশিত: ১৫:০১, ১৬ জুলাই ২০২৫; আপডেট: ১৫:০৫, ১৬ জুলাই ২০২৫

নজর ঘুরিয়ে ‘চিনি ছাড়া দে লাড়া’ দিয়ে দায় সারা যাবে- এমনটা কেউ ভাবলে ভুল করছেন

ছবি: সংগৃহীত

ইসলামী বক্তা মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি স্ট্যটাস শেয়ার করেছেন।

ওই স্ট্যাটাসে তিনি লিখেন- 

নাটক কম করো, পিও!

আগের নাটকের স্ক্রিপ্টের হিসাবটাই এখনো চুকানো বাকি!

নজর ঘুরিয়ে ‘চিনি ছাড়া দে লাড়া’ দিয়ে দায় সারা যাবে- এমনটা কেউ ভাবলে ভুল করছেন।

ইনশাআল্লাহ, তা হতে দেয়া হবে না।

শান্ত আছি মানে ঘুমিয়ে পরিনি, চুপ আছি মানে বোবা হয়ে যাইনি।

এই লেখার ধোঁয়াশা তিনি কাটান কমেন্ট সেকশনে তাঁরই লেখা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে। তিনি সবার জ্ঞাতার্থে জানান-

 

দেশে আপাত পরিবর্তনের দুটো দৃষ্টান্ত- এবং এক নতুন চক্রান্ত!

আমরা চোখের সামনে দেখেছি, এই দেশে কিছু বড় পরিবর্তন হয়েছে।(বেশীর ভাগ ক্ষেত্রে না হলেও)

➤ প্রথমত: একটি সময় ছিল যখন রাস্ট্রীয় মদদে লাজ লজ্জাহীন ভাবে দেশের অর্থ অবাধে পাচার হতো, আর সাধারণ মানুষ ছিল অসহায় দর্শক। আজ সেই অর্থ পাচারের সিংহ শতাংশই প্রায় বন্ধ।দেশ তার সুফল ভোগ করছে।

➤ দ্বিতীয়ত: আগের দিনে ভুয়া মামলা, এক মামলার লম্বা লেজে হাজারও আজগুবি নামের বহর...আজগুবি অভিযোগ, আর বিরোধীদের দমন-পীড়ন ছিল যেন নিত্যদিনের চিত্র। এখন সেই অন্যায় মামলার (নাটক সাজিয়ে দেশকে ভিন্ন রংয়ে দেখানো) সংস্কৃতিও বন্ধ হয়েছে অনেকটাই।

কিন্তু এই পরিবর্তনের বিরুদ্ধেই আজ মাথাচাড়া দিয়ে উঠছে এক নতুন অপশক্তি।

তারা এই দুটো সফল অর্জন- অর্থ পাচার বন্ধ এবং মিথ্যা মামলা রোধ- এই সম্মান দুটোকে ধ্বংস করতে চায়। তারা চায় মানুষ আবার অন্ধকারে ফিরে যাক।

আমরা কি চুপ করে থাকবো?

না, এখনই সময় সত্যকে রক্ষা করার। এখনই সময় চোখ খোলা রাখার।

আল হামদুলিল্লাহ আমরা কোদালকে কোদাল বলার চেষ্টা করি। কোনো অন্ধকারকেই সমর্থন করিনা। এদেশকই নিজের দেশ ভাবি এবং অগ্রাধিকার দেই।

শিহাব

×