ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

পুষ্পা ২-তে আল্লু অর্জুনের যমজ রূপ: মোশারফ করিমের যমজ নাটকের ছোঁয়া!

প্রকাশিত: ২১:২১, ১৫ জুলাই ২০২৫; আপডেট: ২১:২৯, ১৫ জুলাই ২০২৫

পুষ্পা ২-তে আল্লু অর্জুনের যমজ রূপ: মোশারফ করিমের যমজ নাটকের ছোঁয়া!

দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন তার জনপ্রিয় সিনেমা পুষ্পা ২ এর পর আরও বড় চমক নিয়ে ফিরছেন! এবার তিনি অভিনয় করবেন একই সিনেমায় চারটি ভিন্ন চরিত্রে! তার নতুন সিনেমার নাম এএ২২xএ৬, যা পরিচালনা করছেন প্রখ্যাত পরিচালক অ্যাটলি।

এই সিনেমায় আল্লু অর্জুনকে দেখা যাবে দাদা, বাবা এবং যমজ দুই ছেলের চরিত্রে। সিনেমার প্রাথমিক পরিকল্পনা ছিল কেবল দ্বৈত চরিত্রে তার অভিনয়, তবে পরবর্তীতে আল্লু অর্জুন নিজেই প্রস্তাব দেন, সব চরিত্র তিনি একাই করবেন। পরিচালক অ্যাটলি এ প্রস্তাব নিয়ে কিছুটা সন্দিহান হলেও, আল্লুর লুক টেস্টের পর তার সন্দেহ দূর হয়।

অ্যাটলি ভারতীয় গণমাধ্যমে বলেন, "একই অভিনেতার চারটি রূপ সিনেমার আবেগ এবং ভিজ্যুয়াল ইমপ্যাক্টকে একধাপ বাড়িয়ে দিয়েছে।" এটি সিনেমাটির জন্য একটি বড় প্লাস পয়েন্ট হবে, যা দর্শকদের আকর্ষণ আরও বাড়াবে।

এছাড়া এই সিনেমায় আল্লু অর্জুনের সাথে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, রশ্মিকা মন্দানা, জাহ্নবী কাপুর এবং মৃণাল ঠাকুরকেও। প্রযোজনায় রয়েছে দক্ষিণ ভারতের অন্যতম শক্তিশালী প্রযোজনা সংস্থা সান পিকচার্স।

এই চমকপ্রদ সিনেমাটি ২০২৬ সালের শেষে অথবা ২০২৭ সালের শুরুতে একাধিক ভাষায় মুক্তি পাবে।

 

রাজু

×