
ছবি: সংগৃহীত
ওপেনএআই-এর (চ্যাটজিপিটি নির্মাতা) এক প্রাক্তন প্রকৌশলী ক্যালভিন ফ্রেঞ্চ-ওয়েন জানালেন, এই বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানে কাজ করা যেমন চ্যালেঞ্জিং, তেমনি ছিল প্রচণ্ড চাপ আর বিশৃঙ্খলার মধ্যে। সম্প্রতি চাকরি ছাড়ার কয়েক সপ্তাহ পর তিনি একটি ব্লগে তার অভিজ্ঞতা তুলে ধরেন।
২০২৪ সালের মে মাসে ওপেনএআই-তে যোগ দিয়ে ২০২৫ সালের জুনে তিনি চাকরি ছাড়েন। ক্যালভিন জানান, কোনো ঝামেলা বা সমস্যা ছিল না—তিনি শুধু আবার নিজের স্টার্টআপ শুরু করতে চান বলেই চলে গেছেন। এর আগে তিনি "সেগমেন্ট" নামের একটি কোম্পানি তৈরি করেছিলেন, যেটি পরে ৩.২ বিলিয়ন ডলারে বিক্রি হয়।
তিনি জানান, মাত্র এক বছরে ওপেনএআই-এর কর্মী সংখ্যা ১,০০০ থেকে বেড়ে ৩,০০০ হয়েছে। চ্যাটজিপিটি এখন প্রতি মাসে ৫০ কোটির বেশি মানুষ ব্যবহার করছে, তাই এত দ্রুত কর্মী বাড়ানো হয়েছে। কিন্তু এত দ্রুত বড় হলে অনেক কিছুতেই বিশৃঙ্খলা তৈরি হয়—যোগাযোগ, ব্যবস্থাপনা, পণ্যের কাজ, লোক নিয়োগ—সব জায়গায় গড়মিল।
একটি মজার তথ্য জানিয়ে তিনি বলেন, ওপেনএআই-এ অফিসে কেউ ইমেইল ব্যবহার করে না—সবকিছু চলে ‘স্ল্যাক’ নামে একটি চ্যাট প্ল্যাটফর্মে।
তিনি বলেন, ওপেনএআই এখনও স্টার্টআপের মতো, যেখানে সবাই নিজের আইডিয়াতে কাজ করতে পারে। তবে এতে অনেক সময় এক কাজ বারবার করা হয়—একই ধরনের প্রজেক্ট আলাদা আলাদা টিম করছে।
তিনি বলেন, এখানে কেউ অনেক অভিজ্ঞ, কেউ আবার একেবারে নতুন। কোডের কাজ এত বেশি হয় যে মাঝে মাঝে পুরো সিস্টেমকে বিশৃঙ্খল মনে হয়।
ক্যালভিন সবচেয়ে কষ্টের সময় হিসেবে মনে করেন কোডেক্স (একটি কোড লেখার এআই টুল) বানানোর সময়টাকে। মাত্র সাত সপ্তাহে একটা ছোট টিম দিন-রাত পরিশ্রম করে সেটা বানিয়েছে। রাত ১১-১২টা পর্যন্ত কাজ, সকাল ৫:৩০-এ নবজাতক সন্তানকে নিয়ে জেগে ওঠা, আবার সকাল ৭টায় অফিসে ফেরা—এটাই ছিল তার রুটিন।
অনেকে বলে ওপেনএআই নাকি নিরাপত্তা নিয়ে ভাবে না। কিন্তু ক্যালভিন বলেন, প্রতিষ্ঠানটি বাস্তব ঝুঁকি যেমন ঘৃণামূলক ভাষা, আত্মহত্যার প্রবণতা, রাজনৈতিক প্রভাব ইত্যাদি নিয়েই বেশি কাজ করছে। ভবিষ্যতের তাত্ত্বিক বিপদ নিয়েও কিছু টিম কাজ করছে, তবে সেটা মূল ফোকাস নয়।
তার ভাষায়, “এখানে কাজটা অনেক সিরিয়াস, কারণ লক্ষ লক্ষ মানুষ এটার ওপর ভরসা করে—চিকিৎসা, থেরাপি এমনকি জীবনের নানা সমস্যায় সমাধান চায়। তাই ভুল করার সুযোগ নেই।”
তিনি আরও জানান, অনেক ভালো প্রকৌশলী এখন ওপেনএআই ছেড়ে মেটাতে চলে যাচ্ছেন। মেটা নাকি তাদের শত কোটি টাকার অফার দিচ্ছে। ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান এ বিষয়ে বলেন, “এ ধরনের অফার একেবারে পাগলামি।”
আবির